কংগ্রেস-বিজেপির সঙ্গে ঘর করতে রাজি নয় কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী চাইছেন নির্বাচনের পর প্রয়োজন হলে আম আদমি পার্টির সঙ্গেও জোটে যেতে। কিন্তু শিলা দীক্ষিতের এই বার্তার প্রতিক্রিয়ায় কেজরিওয়ালের পার্টি সাফ জানিয়ে দিয়েছে কংগ্রেস বা বিজেপি কারোর সঙ্গেই ঘর বাধবে না তাঁরা।
দিল্লির মুখ্যমন্ত্রী চাইছেন নির্বাচনের পর প্রয়োজন হলে আম আদমি পার্টির সঙ্গেও জোটে যেতে। কিন্তু শিলা দীক্ষিতের এই বার্তার প্রতিক্রিয়ায় কেজরিওয়ালের পার্টি সাফ জানিয়ে দিয়েছে কংগ্রেস বা বিজেপি কারোর সঙ্গেই ঘর বাধবে না তাঁরা।
বিজেপি বা কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করলে জনগণের রায়ের অবমাননা করা হবে বলে মনে করছে আপ (AAP)। দলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, "কংগ্রেস বা বিজেপির সমর্থন চাই না।" বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্য রাজনৈতিক দলের হাত ধরার অর্থ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া।
কয়েকদিন আগেই একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত মন্তব্য করেন, আম আদমি পার্টির সঙ্গে জোটে যাওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না। শিলার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপের এই প্রতিক্রিয়া বলেই মনে করছে রাজনৈতিক মহল।