দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার লাফিয়ে বাড়ল, সুস্থতার হারও স্বস্তিদায়ক
গোটা দেশে এখনও করোনা আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র।
নিজস্ব প্রতিবেদন : দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ফের মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৬৪ হাজার ৫৫৩ জন। যার দরুন সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৪ লক্ষ ৬১ হাজার ১৯০। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১,০০৭ জন। সারা দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে সামিল হয়েছেন ৪৮ হাজার ৪০ জন। দেশে এখন কোভিডে সুস্থতার হার ৭০.১৭ শতাংশ। করোনা জয় করে বাড়ি ফিরেছেন মোট ১৭ লক্ষ ৫১ হাজার ৫৫৫ মানুষ।
গোটা দেশে এখনও করোনা আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। উদ্ভব ঠাকরের রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬০ হাজার ১২৬ মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫০ হাজার ৯৫৮ মানুষ। সেই রাজ্যে করোনার বলি ১৯ হাজার ৬৩ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ১০৫। মহারাষ্ট্রের পরেই দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ঠিকানা তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২০ হাজার ৩৫৫।
আরও পড়ুন- লাল কেল্লায় খালিস্তানি পতাকা ওড়ানোর হুমকি নিষিদ্ধ সংগঠনের, সজাগ প্রশাসন
কোভিড যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুলক্ষ ৬১ হাজার ৪৫৯ জন। প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৩৯৭ জন। সক্রিয় করোনা রোগী ৫৩ হাজার ৪৯৯ জন। অন্ধ্র প্রদেশে মোট করোনা রোগীর সংখ্যা দুলক্ষ ৬৪ হাজার ১৪২। সেই রাজ্যে করোনায় মোট প্রাণ হারিয়েছেন দুহাজার ৩৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লক্ষ ৭০ হাজার ৯৮৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৮০।