Mohammed Zubair: উত্তরপ্রদেশের একটি মামলায় জামিন মহম্মদ জুবেরকে
উত্তরপ্রদেশ সরকারের তরফে আইনজীবী তুষার মেহতা সওয়াল করেন, এটা কোনও একটি টুইটের প্রশ্ন নয়। এর পেছনে কোনও সিন্ডিকেট রয়েছে কিনা সেটাও প্রশ্ন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের সীতাপুরে হওয়া একটি মামলায় জামিন পেলেন অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের। শুক্রবার ওই মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় সুপ্রিম কোর্ট। দক্ষিণপন্থী ৩ নেতা ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। তবে জামিন পেলেও আপাতত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। কারণ তাঁর বিরুদ্ধে হওয়ায় অন্য মামলাতে তিনি কোনও জামিন পাননি।
এদিকে, খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে গতকাল সুপ্রিম কোর্টে জানান মহম্মদ জুবের। শুক্রবার সীতাপুর মামলার শুনানিতে জুবেরের আইনজীবী কলিন গঞ্জালবেস বলেন, 'ওদের বিরুদ্ধে যদি ঘৃণা ছড়ানোর অভিযোগ করা হয় তাহলে তার মধ্য়ে কোনও ভুল নেই। কারণ পুলিস ওদের গ্রেফতার করেছিল। ওরা ছাড়া পেলে ফের ওই কাজ করবে। এইসব লোকজন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেছে, সেখানকার বিচারপতিদের বিরুদ্ধে কথা বলেছে। সংবিধানের বিরুদ্ধেও বলেছে। ওদের কথা ফাঁস করে সংবিধান রক্ষার কাজই করেছে জুবের।'
অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকারের তরফে আইনজীবী তুষার মেহতা সওয়াল করেন, এটা কোনও একটি টুইটের প্রশ্ন নয়। এর পেছনে কোনও সিন্ডিকেট রয়েছে কিনা সেটাও প্রশ্ন। কারও ওই টুইটের পর রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যায়।
আরও পড়ুন-রাজ্যে সর্বত্র অভিন্ন চিকিৎসা খরচের তালিকা প্রায় প্ৰস্তুত, হাইকোর্টে জানাল কমিশন