২০১৯ সালে মোদীকে ফেরাতে উত্তর-পূর্বে জোর অমিতের
উত্তর-পূর্বে পাখির চোখ অমিত শাহের।
নিজস্ব প্রতিবেদন: উত্তর-পূর্বে শক্ত ভিতের উপরে বিজেপিকে দাঁড় করিয়েছেন তিনি। সেই শক্ত ভিতের উপরে ২০১৯ সালে মোদীর জন্য রাজপ্রাসাদ নির্মাণ করার ঘোষণা করে দিলেন অমিত শাহ। বিজেপির বুথ ইউনিট প্রধানদের সভায় দলের সর্বভারতীয় সভাপতি বলেন, ''২০১৯ সালের লক্ষ্য, উত্তর-পূর্বে ২৫টি লোকসভা আসনের মধ্যে ২১টির বেশি আসন জিততে চাই।''
অমিত শাহ আরও বলেন, ''উত্তর-পূর্বে মিজোরাম ছাড়া বাকি সবকটি রাজ্যই নর্থ-ইস্ট ডেমোক্রেটিক জোটের অধীনে। জয়ের এই ধারা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নকে চালিয়ে যেতে হলে উত্তর-পূর্ব থেকে সর্বাধিক আসন জিততে হবে বিজেপিকে।''
আরও পড়ুন- বাম থেকে রাম হতেই ত্রিপুরা বিধানসভায় প্রথমবার 'জনগণমন'
২০১৯ সালে বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেটা হলে গোবলয়ে আসন কমতে পারে গেরুয়া শিবিরের। ২০১৪ সালের মতো গুজরাট ও রাজস্থানে একচ্ছত্র আসন জেতা সম্ভব নয় বলে মত বিজেপির অন্দরেই। এই প্রেক্ষাপটে পাটিগণিতের অঙ্কে হিসাব মেলাতে উত্তর-পূর্বে বিজেপির আসন বাড়াতে চাইছেন মোদী-শাহ।
আরও পড়ুন- উজ্জ্বলা যোজনায় ৬ মাস কিস্তি পিছোল তেল সংস্থাগুলি