ভয়ঙ্কর পরিস্থিতি, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি সঙ্গত: শাহ

রাজ্যে আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে এ দিন তৃণমূল সরকারকে নিশানা করেন অমিত। 

Updated By: Oct 17, 2020, 11:14 PM IST
ভয়ঙ্কর পরিস্থিতি, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি সঙ্গত: শাহ

নিজস্ব প্রতিবেদন: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছেন বিজেপি নেতারা। তাঁদের দাবি সঙ্গত বলে মনে করেন অমিত শাহ। একটি সর্বভারতীয় চ্যানেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,''বিজেপি নেতারা রাষ্ট্রপতি শাসন জারির যে দাবি করছেন, তা অসঙ্গত নয়।''

রাজ্যে আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে এ দিন তৃণমূল সরকারকে নিশানা করেন অমিত। বলেন,''বাংলায় আইনশৃঙ্খলা বিপর্যস্ত। আমফান ঝড়ের পর অনুদান নিয়েও দুর্নীতি হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো আনাজপাতিও পৌঁছয়নি। করোনার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা রাখা উচিত ছিল, তা করা হয়নি। দুর্নীতি চরম শিখরে পৌঁছে গিয়েছে।'' তিনি আরও বলেন,''বাংলায় আইনের শাসন নেই। জেলায় জেলায় বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে। বাড়ছে অনুপ্রবেশ। পরিস্থিতি খুব খারাপ। বিরোধীদের হত্যা ও মিথ্যা মামলা করা হচ্ছে। ভারতের আর কোনও রাজ্যে এমনটা নেই। একটা সময়ে কেরলে এসব হত। সেখানেও নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি।''

বাংলায় বিজেপির মুখ নেই। আসবে সাফল্য? নরেন্দ্র মোদীর মুখেই যে বিজেপি ভোটে লড়বে, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়,''বাংলায় পরিবর্তন হবেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সে রাজ্যে বদল আসবে। নিশ্চিতভাবে মুখ থাকবে। তবে এখন তৃণমূলকে হঠানোই অগ্রাধিকার।''

বাবুল সুপ্রিয় থেকে কৈলাস বিজয়বর্গীয়- বিজেপি নেতারা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন। অমিত শাহ কি মনে করেন? স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমত, বাংলায় গুরুতর পরিস্থিতি। বিজেপি নেতৃত্ব রাষ্ট্রপতি শাসনের দাবি ন্যায়সঙ্গত। তবে ভারত সরকার রাজ্যপালের সুপারিশ মেনে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিজেপি নেতারা যে দাবি করছেন, তা অনুচিত নয়।'' 

আরও পড়ুন- অশনিসংকেত! উৎসবের আগে বাংলায় সর্বাধিক দৈনিক কোভিড আক্রান্ত

.