২০২১ সালের জনগণনায় ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ, ঘোষণা অমিত শাহর
২০২১ সালের জনগণনায় তৈরি করা হবে এনপিআর বা ন্যাশানাল পপুলেশন রেজিস্টার
নিজস্ব প্রতিবেদন: দেশের আগামী জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে বা ‘ডিজিটাল সেনসাস’। পাশাপাশি, তৈরি করা হবে ন্যাশানাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, জনগণনায় যেমন লোকের সংখ্যা গোনা হয় তেমনই এনপিআর-এ ওইসব মানুষ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় ও তা যাচাই করা হয়।
আরও পড়ুন-ভাইপোর বাড়িতে থাকছিল কাকিমা, খবর পেয়েই চড়াও কাকা, রক্তারক্তি কাণ্ড
সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘২০২১ সালের জনগণনায় ব্যবহার করা হবে একটি মোবাইল অ্যাপ। এতে কাগজে কলমে জনগণনা পদ্ধতি বদলে যাবে ডিজিটালে।’ পাশাপাশি এদিন তিনি আরও বলেন, ‘আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডির পরিবর্তে আমাদের একটাই কার্ড থাকা উচিত।’ ফলে এবার দেশে যে এনপিআর তৈরি হচ্ছে তার ইঙ্গিত দিয়ে রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। দশ বছর পর এবার তা হবে ২০২১ সালে। এর জন্য খরচ হবে ১২,০০০ কোটি টাকা। ২০২১ সালের জনগণনায় তৈরি করা হবে এনপিআর বা ন্যাশানাল পপুলেশন রেজিস্টারও। এতে যাঁরা দরজায় দরজায় গিয়ে জনগণনার তথ্য সংগ্রহ করবেন মোবাইল অ্যাপের ফলে তারা উত্সাহ পাবেন। এমনটাই জানিয়েছেন অমিত শাহ।
এবছর মার্চ মাসে কেন্দ্র ঘোষণা করে পরবর্তি জনগণনা হবে দুটি ধাপে। একটি শুরু হবে ১ মার্চ ২০২১ থেকে। এর জন্য নোটিস দেওয়া হবে ২০২০ সালের অক্টোবরে।
আরও পড়ুন-আজ ABVP-র যাদবপুর অভিযান, পাল্টা জমায়েত SFI-এর, অশান্তি এড়াতে কড়া তত্পরতা পুলিসের
গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা জানিয়েছেন, এবারের জনগণনায় শুধুমাত্র লোকের সংখ্যা গণনা করা হবে না। বরং তাঁদের আর্থ সামাজিক তথ্যও নেওয়া হবে। এতে দেশের আর্থিক বিকাশের পরিকল্পনা করতে সুবিধে হবে।