লোকপাল বিলের নতুন খসড়াকে দুর্বল আখ্যা দিলেন আন্না

কেন্দ্রীয় সরকারের লোকপাল বিলের নতুন খসড়াকে দুর্বল আখ্যা দিলেন আন্না হাজারে। তার সঙ্গেই তিনি জানিয়ে দিলেন দুর্নীতি রোধের নামে চলে আসা এই লোকপাল বিল দেশের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। প্রতিশ্রুতি দেওয়া স্বত্ত্বেও প্রধানমন্ত্রী পদকে লোকপাল বিলের আওতায় না আনার জন্য ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

Updated By: Feb 1, 2013, 05:07 PM IST

কেন্দ্রীয় সরকারের লোকপাল বিলের নতুন খসড়াকে দুর্বল আখ্যা দিলেন আন্না হাজারে। তার সঙ্গেই তিনি জানিয়ে দিলেন দুর্নীতি রোধের নামে চলে আসা এই লোকপাল বিল দেশের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। প্রতিশ্রুতি দেওয়া স্বত্ত্বেও প্রধানমন্ত্রী পদকে লোকপাল বিলের আওতায় না আনার জন্য ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
লোকপালবিলের দাবিতে আন্দোলনের মুখ্য প্রবক্তা আন্না হাজারে বেশ কিছুদিন ধরেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আন্না হাজারের অন্যতম সহায়ক অরবিন্দ কেজরিয়াল ইতিমধ্যেই তাঁর সঙ্গ ত্যাগ করেছেন। গতকাল সরকার সংসদে লোকপাল বিলের নতুন খসড়া প্রকাশ করে। এই বিলের বিরোধিতা করে ফের অনশন আন্দোলনে নামার ইঙ্গিত দিলেন প্রবীণ এই সমাজকর্মী। জানিয়ে দিলেন প্রয়োজন হলে ২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে আবার তিনি অনশনে বসবেন। এমনকী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে তিনি সারা দেশ সফর করারও পরিকল্পনা রয়েছে তাঁর।
আজ আন্না হাজারে নতুন লোকপাল বিলের তীব্র সমালোচনা করলেও, গতকাল তাঁর অন্যতম অনুগামী কিরণ বেদী লোকপাল বিলের নতুন খসড়ার ভূয়সী প্রশংসা করেছিলেন।

.