আন্না হাজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অসম্মানের অভযোগ
পুলিসকে আন্না হাজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দিল জৌনপুরের স্থানীয় আদালত। ২৯ জুলাই তারিখ জৌনপুর সফরের সময় ভারতের জাতীয় পতকার অসম্মান করার অভিযোগ আনা হয়েছে বর্ষীয়াণ এই সমাজকর্মীর বিরুদ্ধে।
পুলিসকে আন্না হাজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দিল জৌনপুরের স্থানীয় আদালত। ২৯ জুলাই তারিখ জৌনপুর সফরের সময় ভারতের জাতীয় পতকার অসম্মান করার অভিযোগ আনা হয়েছে বর্ষীয়াণ এই সমাজকর্মীর বিরুদ্ধে।
শনিবার লাইন বাজার থানাকে আন্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বলেছেন প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরেন্দ্র বাহাদুর প্রসাদ। নির্দেশ মিলেছে পূর্ণাঙ্গ তদন্তেরও। স্থানীয় আইনজীবী হিমাংশু শ্রীনিবাসের করা একটি মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত।
কিন্তু আন্নার বিরুদ্ধে শ্রীনিবাসের অভিযোগটা কী? ২৯ জুলাই জৌনপুর কর্মসুচিতে আন্না যে গাড়িতে চড়ে আসেন, তাতে জাতীয় পতাকা ছাপা ছিল। নিয়ম অনুযায়ী সুর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলিত রাখা অপরাধ। সে দিন রাত ৮টা পর্যন্ত চলে আন্নার কর্মসুচি। এই ভাবেই হাজারে তে-রঙা পতাকার অসম্মান করেছেন বলে সওয়াল করেছেন ওই আইনজীবী।