প্রতীকী অনশনে আন্না হাজারে

শক্তিশালী লোকপাল বিলের দাবিতে রবিরার দিল্লির যন্তরমন্তরে একদিনের প্রতীকী অনশনে বসেছেন আন্না হাজারে। আন্নার অনশনমঞ্চে আজ হাজির হন বিরোধী রাজনৈতিক নেতারা। লোকপাল বিল নিয়ে সংসদের বাইরে এই প্রথমবার প্রকাশ্য বিতর্কসভায় এভাবে অংশ নিলেন বিজেপি, বামদলগুলি সহ প্রায় সবকটি বিরোধী দলের নেতৃত্ব।

Updated By: Dec 11, 2011, 09:35 PM IST

শক্তিশালী লোকপাল বিলের দাবিতে রবিরার দিল্লির যন্তরমন্তরে একদিনের প্রতীকী অনশনে বসেছেন আন্না হাজারে। আন্নার অনশনমঞ্চে রবিরার হাজির হন বিরোধী রাজনৈতিক নেতারা। লোকপাল বিল নিয়ে সংসদের বাইরে এই প্রথমবার প্রকাশ্য বিতর্কসভায় এভাবে অংশ নিলেন বিজেপি, বামদলগুলি সহ প্রায় সবকটি বিরোধী দলের নেতৃত্ব। রবিবার আন্নার মঞ্চে ছিলেন বিজেপি নেতা অরুণ জেটলি, সিপিআইএম নেত্রী বৃন্দা কারাট, সিপিআই নেতা এবি বর্ধন। অনশনমঞ্চ থেকে আন্নার শক্তিশালী লোকপাল বিলের দাবিকে সমর্থন করলেও রাজনৈতিক প্রক্রিয়াকে বাইরে রেখে বা সংসদকে উপেক্ষা করে যে এই আন্দোলন সফল হবে না সেকথাও ইঙ্গিতে বুঝিয়ে দেন রাজনৈতিক নেতারা।  আন্নার মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ তীব্র করে বিরোধীরা কংগ্রেস তথা ইউপিএ সরকারের উপর চাপ অনেকটাই বাড়াতে পারলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

.