দিল্লিতে অনশনে আন্না ও রামদেব

লোকপাল বিল পাশ ও কালো টাকা ফেরানোর দাবিতে দিল্লির সংসদ মার্গে একদিনের অনশনে বসলেন আন্না হাজারে ও বাবা রামদেব। প্রচণ্ড রোদ উপেক্ষা করে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় ২ হাজার সমর্থক।

Updated By: Jun 3, 2012, 11:38 AM IST

লোকপাল বিল পাশ ও কালো টাকা ফেরানোর দাবিতে দিল্লির সংসদ মার্গে একদিনের অনশনে বসলেন আন্না হাজারে ও বাবা রামদেব। প্রচণ্ড রোদ উপেক্ষা করে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় ২ হাজার সমর্থক।
দিল্লির রামলীলা ময়দানে বাবা রামদেবের অনশনমঞ্চে লাঠিচার্জের বর্ষপূর্তিতে আয়োজিত এই কর্মসূচি সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। অনশন শেষে ২০১৪ সালের নির্বাচন নিয়ে বাবা রামদেব তাঁর কর্মসূচি ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
দিল্লি সরকারের কাছে যন্তরমন্তরে অনশন করতে দেওয়ার অনুমতি চেয়েছিলেন আন্না ও রামদেব। কিন্তু দিল্লি সরকার তাঁদের সংসদ মার্গে অনশনের অনুমতি দেয়।
রবিবার সকালে টিকারি গ্রাম থেকে পদযাত্রা করে রাজঘাটে যান বাবা রামদেব। আগে থেকেই সেখানে হাজির ছিলেন আন্না হাজারে। দুজনে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বেলা সওয়া দশটা নাগাদ অনশন মঞ্চে পৌঁছন দুজন। দিল্লি পৌঁছে আন্না হাজারে বলেন, "আলোচনা করে আন্দোলনের ভবিষ্যত্‍ রূপরেখা ঠিক করা হবে।"

.