নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ; পুলিস-জনতা খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ দিল্লি
নাগরিকত্ব নিয়ে সংশোধিত নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব দিল্লির সিলামপুর এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব নিয়ে সংশোধিত নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব দিল্লির সিলামপুর এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস।
রবিবার সন্ধ্যায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো মানুষ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠি চালানোর অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে। এর পর পুলিসকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের ছোঁড়া পাঁথরে আহত হন অন্তত দু’জন পুলিসকর্মী। একাধিক গাড়ি ভাঙচুরের খবর মিলেছে।
#WATCH Delhi: Earlier visuals of protesters targeting policemen in Seelampur. #CitizenshipAmendmentAct pic.twitter.com/JPJLub29ln
— ANI (@ANI) December 17, 2019
আরও পড়ুন: কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব যাবে না, CAA নিয়ে অপপ্রচার করছে কংগ্রেস : মোদী
ইতিমধ্যেই সাতটি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিসের ছোঁড়া কাঁদানে গ্যাসে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বিশাল পুলিস বাহিনি মোতায়েন করা হয়েছে।