FIFA World Cup Final 2022: আর্জেন্টিনার বিশ্বজয় উদযাপনের মধ্যেই দেশে রক্তারক্তি কাণ্ড মেসি ভক্তদের! প্রাণ গেল কিশোরের

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর উদযাপন শুরু হতেই বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা সামনে আসে। এমনকি মেসি ভক্তদের হাতে এক পুলিসকর্মীর হেনস্থার অভিযোগও সামনে এসেছে। 

Updated By: Dec 19, 2022, 06:39 PM IST
FIFA World Cup Final 2022: আর্জেন্টিনার বিশ্বজয় উদযাপনের মধ্যেই দেশে রক্তারক্তি কাণ্ড মেসি ভক্তদের! প্রাণ গেল কিশোরের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনার বিশ্বজয় উদযাপনের মধ্যেই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটল। ছুরির আঘাতে আহত হলেন ৩ জন। ওদিকে বিশ্বজয় উদযাপনের মধ্যেই দমবন্ধ হয়ে প্রাণ হারালেন এক কিশোর। অত্য়ন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেরালা। ফান্সের বিরুদ্ধে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর উদযাপন চলছিল। সেই উদযাপনেই হিংসা ছড়ায়। কেরালার বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

রবিবারের কাতারের লুসেল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। একদিকে লিওনেল মেসি, আরেকদিকে এমবাপে। ৯০ মিনিটের খেলা গড়ায় একস্ট্রা টাইমের পর ট্রাইব্রেকারে। তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ওয়ার্ল্ড কাপ ট্রফি নিজের দখলে নেয় মেসিবাহিনী। টান টান উত্তেজনার পর ২০২২-এর কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা পেনাল্টিতে ৪-২ এ জিতে নেয়। ৩৬ বছর পর ফের বিশ্বজয়ী হয় আর্জেন্টিনা। ওয়ার্ল্ড কাপ ট্রফি ঘরে তোলা ছাড়াও গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস, সিলভার সবই এসেছে আর্জেন্টিনার ঝুলিতে। ওদিকে এমবাপে পেয়েছেন গোল্ডেন বুট।

আর্জেন্টিনার জয়ের পর বিশ্বব্যাপী মানুষ আনন্দে, আবেগে উদ্বেল হয়ে ওঠেন। রাস্তায় নেমে পড়েন মেসি ভক্তরা। যার অন্যথা ঘটেনি কেরালার ক্ষেত্রেও। কিন্তু লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর উদযাপন শুরু হতেই কেরালার বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা সামনে আসে। ওদিকে বিশ্বজয় উদযাপনের হুড়োহুড়ির মধ্যেই দমবন্ধ হয়ে প্রাণ হারায় এক কিশোর। ভিড়ে ঠাসা এক স্টেডিয়ামে লুটিয়ে পড়ে কিশোর। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে।

মৃতের নাম অক্ষয়। বয়স ১৭ বছর। আর্জেন্টিনার বিশ্বজয়ের পর কোল্লাম লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে উদযাপনে মেতে ওঠে অগনিত মেসি ভক্তরা। সেই সেলিব্রেশন চলার সময়ই হঠাৎই অসুস্থ বোধ করতে থাকে অক্ষয়। লুটিয়ে পড়ে স্টেডিয়ামের মাটিতে। সঙ্গে সঙ্গেই তাকে নিকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। 

অন্যদিকে, কেরালার বিশেষ করে কান্নুরে, আর্জেন্টিনীয় ফ্যানদের বিশ্বজয়ের উদযাপন হিংসায় বদলে যায়। একে অপরের উপর ছুরি নিয়ে হামলা করে। ছুরির আঘাতে জখম হন ৩ জন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এমনকি মেসি ভক্তদের হাতে এক পুলিসকর্মীর হেনস্থার অভিযোগও সামনে এসেছে। এক সাব-ইনসপেকটর উৎসবে মত্ত জনতাকে থামাতে গেলে তাঁকে লাথি মারার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন, FIFA World Cup: ২৫ বছরেও এমনটা হয়নি! বিশ্বকাপ ফাইনালে রেকর্ড করল গুগলও

FIFA World Cup Final 2022 | Messi : 'তুমি-ই সেরা', বিশ্বজয়ের পর স্ত্রী-সন্তানকে জড়িয়ে কান্নাভেজা চোখে আবেগতাড়িত মেসি

FIFA World Cup Final 2022 | Messi Wife: বিশ্বকাপ জয়ের পর শুধু আনন্দ নয়, মেসির 'কষ্টের কথা' লিখলেন স্ত্রী অ্যান্টোনেলা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.