ভারত-পাক ‌যুদ্ধে শহিদের স্ত্রীর পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান

Updated By: Sep 10, 2017, 09:20 PM IST
ভারত-পাক ‌যুদ্ধে শহিদের স্ত্রীর পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান

ওয়েব ডেস্ক: ১৯৬৫ সালের ভারত-পাক ‌যুদ্ধে শহিদ সেনানি আবদুল হামিদের স্ত্রীর পা ছুঁয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন সেনা প্রধান বিপিন রাওয়াত।

রবিবার সেনাপ্রধান উত্তর প্রদেশের ধামুপুর গ্রামে শহিদ হামিদের পৈতৃক ভিটেতে ‌যান। সেখানে উদ‌যাপন করা হয় শহিদ হামিদের ৫২তম শহিদ দিবস। অনুষ্ঠানে শহিদ হামিদের স্ত্রীর হাতে একটি স্মারক তুলে দেন রাওয়াত। তখনই তিনি হামিদের স্ত্রী রাসুলান বিবির পা ছুঁয়ে শ্রদ্ধা জানান।

শহিদ হামিদের স্ত্রীর পা ছুঁয়ে শ্রদ্ধা জানানোর আপ্লুত রাসুলান বিবি থেকে শুরু করে অনুষ্ঠানে হাজির মানুষজন। রাসুলান বিবি বলেন, খুব ভালো লাগলো জেনারেল সাহেব এখানে এসেছেন। আমি ওঁকে আর্শীবাদ করছি।

অনুষ্ঠানে সেনা প্রধানের আসা নিয়ে হামিদের নাতি জামিল আলম বলেন, দিদা গত মাসে দিল্লিতে গিয়ে সেনা প্রধানকে আমাদের গ্রামে আসার আমন্ত্রণ জানান। এখানে আসবেন বহলে কথা দিয়েছিলেন জেনালের সাহেব। উনি এসেছেন। আমরা এতে খুব খুশি।

আরও পড়ুন-সুখবর! আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন

.