Meerut: একরত্তিকে গাড়িতে ভুলেই ৪ ঘণ্টা পার্টিতে! ফিরে এসে দেখলেন নিথর...

Meerut: বর্তিকাকে গাড়ির ভিতরে লক করে রেখে নরেশ তার সহকর্মীদের সঙ্গে পার্টি করতে চলে যায়। মর্মান্তিকভাবে, বর্তিকা দম বন্ধ হয়ে মারা যায়। 

Updated By: Nov 6, 2024, 05:52 PM IST
Meerut: একরত্তিকে গাড়িতে ভুলেই ৪ ঘণ্টা পার্টিতে! ফিরে এসে দেখলেন নিথর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। জানা গিয়েছে, চার ঘণ্টা ধরে গাড়িতে বন্ধ ছিল সে। শ্বাসরোধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির। কীভাবে একা চার ঘণ্টা ধরে সে গাড়িতে ছিল?

মৃত শিশুর নাম বর্তিকা। জানা গিয়েছে, বাচ্চাটির বাবা সোমবীর সেনাবাহিনীতে কাজ করেন। গত চার বছর ধরে মেরঠের অর্ডন্যান্স ইউনিটে রয়েছেন। সোমবীর এবং তার পরিবার ফজলপুরের রাজেশ এনক্লেভ আর্মি কলোনিতে থাকেন। তিন বছরের বর্তিকা ছাড়াও, তাদের তিন মাসের আর এক মেয়েও আছে। তাদের উপরের কোয়ার্টারে একজন পরিচিত  ল্যান্স নায়েক নরেশ তাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সোমবীরের স্ত্রী তাদের সঙ্গে যেতে নাকচ করে দেয়। সেই সময় বর্তিকা বাড়ির সামনে খেলছিল। নরেশ বর্তিকাকে তাদের সঙ্গে নিয়ে যায়। শিশুটির বাবা এবং অভিযুক্ত উভয়েই সেনাবাহিনীতে চাকরি করে এবং একে অপরের পরিচিত।

আরও পড়ুন:RG Kar Case| Supreme Court: সময় বদলেও হল না! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি...

সোমবীরের অভিযোগ করেন যে, বর্তিকাকে গাড়ির ভিতরে লক করে রেখে নরেশ তার সহকর্মীদের সঙ্গে পার্টি করতে চলে যায়। মর্মান্তিকভাবে, বর্তিকা দম বন্ধ হয়ে মারা যায়। পরিবার সূত্রে আরও জানা যায়, সকাল ১০.১৫টায় নরেশ তাদের মেয়ে বর্তিকাকে নিয়ে যায়। দুপুর ২টোর মধ্যেও তারা ফিরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরিবারের লোকজনের অভিযোগ, নরেশকে ফোন করলে সে জানায় যে সে ডিউটিতে এসেছে। মেয়ের কথা জিজ্ঞাসা করতেই জানায় সে গাড়িতে আছে৷ তৎক্ষণাৎ তার মেয়েটির কথা মনে পড়ে৷ ঘটনাস্থলে পৌঁছন নরেশ। পরিবারের লোকজনও ততক্ষণে পৌঁছে গাড়ি খুলে মেয়েটিকে অচেতন অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বর্তিকাকে মৃত ঘোষণা করেন।

সোমবীরের অভিযোগের ভিত্তিতে কাকেঁরখেদা পুলিস নরেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.