Viral Video: ঠিক যেন স্কুল! সরকারি অফিসে সমস্ত কর্মচারীদের ২০ মিনিটের জন্য 'স্ট্যান্ড আপ' শাস্তি...
Noida: ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, অফিসের মধ্যে প্রায় ১৬ জন কর্মচারী সিট থেকে উঠে দাঁড়িয়ে আছে। তাও আবার ১-২ মিনিটের জন্য় নয়, ২০ মিনিটের জন্য। কর্মচারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য লোকেশ স্কুলের 'স্ট্যান্ড আপ' শাস্তি অবলম্বন করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটবেলায় স্কুলে পড়ুয়ারা টিচার না থাকাকালীন হই-হুল্লোড় করলে, তাদের শাস্তি দেওয়া হত। সাধারণত পুরো ক্লাসকেই দাঁড় করিয়ে রাখতেন স্কুলের টিচাররা। এবার ঠিক সেই রকমই ছবি দেখা গেল সরকারি অফিসে।
ঘটনার ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা গিয়েছে, অফিসের মধ্যে প্রায় ১৬ জন কর্মচারী সিট থেকে উঠে দাঁড়িয়ে আছে। তাও আবার ১-২ মিনিটের জন্য় নয়, ২০ মিনিটের জন্য। কারণ কী? জানা গিয়েছে, অফিসে এক বৃদ্ধ আসে, তাঁকে অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করিয়ে রেখেছে। আইএএস অফিসার ওই বৃদ্ধ লোককে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখার জন্য় কর্মচারীদের এই শাস্তি দেয়।
সোমবার, কর্তৃপক্ষ ডাঃ লোকেশ এম তার কর্মচারীদের একজন বয়স্ক ব্যক্তিকে এক ঘন্টার রিপোর্ট করা সময়ের জন্য অপেক্ষা করতে দেখেছেন। তিনি এই ঘটনাটিকে লক্ষ্য করে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক ব্যক্তিকে উপস্থিত না করার জন্য কর্মচারীদের দাঁড়িয়ে থাকার শাস্তি দেন। ঘটনাটি ঘটে, নয়ডা আবাসিক প্লট বিভাগে।
नोएडा अथॉरिटी में एक बुजुर्ग दंपति फाइल पास कराने के लिए भटक रहे थे, लेकिन सुनवाई नहीं हो रही थी।
CEO ने ये देख सभी कर्मचारियों को 30 मिनट तक खड़े होकर काम करने की सजा सुनाई !! pic.twitter.com/yUgMZlu4xE
— Sachin Gupta (@SachinGuptaUP) December 17, 2024
আরও জানা গিয়েছে, নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অফিসে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা, তার জন্য ৬৫ টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। নয়ডার সিইও ডঃ লোকেশ এম ফুটেজটি দেখেন। সেখানে তিনি দেখেন এক বয়স্ক ব্যক্তি আবাসিক বিভাগের একটি কাউন্টারে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন। তিনি অফিসে প্রবেশ করেন এবং বৃদ্ধের উদ্বেগের প্রতি মনোযোগ না দেওয়ার জন্য কর্মচারীদের জিজ্ঞাসা করেন। তারপরই তিনি একজন সেখানে একজন মহিলা কর্মকর্তাকে ওই বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলতে বলে।
আরও পড়ুন:SBI Recruitment 2024: বছরশেষে সুখবর! কয়েক হাজার চাকরি দেবে SBI, জাস্ট অ্যাপ্লাই...
লোকেশ জানিয়েছেন, তিনি সিসিটিভি ভিডিও দেখেছেন যে কর্মীরা বৃদ্ধ লোকটির সম্পত্তি সমস্যা সমাধান করছেন না এবং তাঁকে প্রায় এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছেন। তিনি বলেন, 'আমি সিসিটিভিতে দেখি আমাদের একজন স্টাফ সদস্য অলস বসে আছে। এবং তিনি বিন্দুমাত্র ইচ্ছা প্রকাশ করেননি ওই বৃদ্ধের সঙ্গে কথা বলার জন্য। তারপর আমি সেখানে যাই, এবং সমস্ত কর্মচারীদের ২০ মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখি।' কর্মচারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য লোকেশ স্কুলের 'স্ট্যান্ড আপ' শাস্তি অবলম্বন করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)