বালিয়া-কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা ধীরেন্দ্র সিং

বলিয়া মামলার মূল আসামি ধীরেন্দ্র সিং আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে খবর ছিলই

Updated By: Oct 18, 2020, 01:36 PM IST
বালিয়া-কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা ধীরেন্দ্র সিং

নিজস্ব প্রতিবেদন: বলিয়া হত্যা মামলার মূল অভিযুক্ত ধীরেন্দ্র সিং গ্রেফতার হল। উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স লখনউয়ের জ্ঞানেশ্বরী মিশ্র পার্ক এলাকা থেকে ধীরেন্দ্র সিংকে গ্রেফতার করে। 

তবে, ধীরেন্দ্র সিং আদালতে আত্মসমর্পণের কথা ভাবছিলেন বলে শোনা যাচ্ছিলই। এ বিষয়ে তিনি বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন বলেই খবর। ধীরেন্দ্র সিংহের ঘনিষ্ঠ দাবি করেছেন, ধীরেন্দ্র বলিয়া জেলা আদালতে আত্মসমর্পণের জন্য একটি আবেদন পাঠিয়েছিল। যদিও, আদালত এখনও পর্যন্ত সংশ্লিষ্ট থানা থেকে এ ধরনের কোনও আবেদন পায়নি। এরকম ঘটলে থানায় যারা আত্মসমর্পণের আবেদন করে তাদের বিষয়ে সাধারণত রিপোর্ট করতে বলে আদালত। এখন সংশ্লিষ্ট আদালত দেখতে চায়, ধীরেন্দ্র সিংয়ের আত্মসমর্পণের আবেদন রয়েছে কিনা। 

এ দিকে আসামি একটি ভিডিও প্রকাশ করে বলেছে, সে নির্দোষ। এ মামলায় এখনও পর্যন্ত যারা অভিযুক্ত, তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: করোনা আক্রান্ত নির্মল মাঝি, রয়েছে জ্বর ও শ্বাসকষ্ট

.