কাশ্মীরে হিংসা ছড়াতে বড়সড় ছক ইসলামাবাদের, গ্রেফতার হওয়া ২ পাক জঙ্গির বিস্ফোরক বয়ান

কাশ্মীর-সহ বেশ কিছু স্পর্শকাতর এলাকায় অশান্তি পাকাতে পাক জঙ্গিরা অনুপ্রবেশ করছে বলে রিপোর্ট দেয় গোয়েন্দা। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক

Updated By: Sep 2, 2019, 06:45 PM IST
কাশ্মীরে হিংসা ছড়াতে বড়সড় ছক ইসলামাবাদের, গ্রেফতার হওয়া ২ পাক জঙ্গির বিস্ফোরক বয়ান
খালিল আহমেদ (বাঁ দিকে), নাজিম খোকর

নিজস্ব প্রতিবেদন: কয়েক দিন আগেই খালিল আহমেদ এবং নাজ়িম খোকর নামে দুই পাক জঙ্গিকে গ্রেফতার করেছিল নিরাপত্তারক্ষীরা। ওদেরকে জেরা করে জানা গিয়েছে, কাশ্মীরে বড়সড় হামলার ছক কষা হয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরে লস্কই তইবার ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। ওই দুই জঙ্গিই পাক নাগরিক। সে দেশের সেনার মদতেই অনুপ্রবেশ করে ভারতে।

কাশ্মীর-সহ বেশ কিছু স্পর্শকাতর এলাকায় অশান্তি পাকাতে পাক জঙ্গিরা অনুপ্রবেশ করছে বলে রিপোর্ট দেয় গোয়েন্দা। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। স্কুল-কলেজ, দোকানপাট খুলেছে। সরকারি কাজকর্ম চলছে স্বাভাবিক ভাবে। তবে, এর মধ্যেও বিক্ষিপ্ত কিছু হিংসার খবর মিলেছে। কড়া নিরাপত্তায় মোটের উপর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি কেন্দ্রের। কিন্তু পাকিস্তান উস্কানিমূলক মন্তব্য, জঙ্গি অনুপ্রবেশ করিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ নয়া দিল্লির।

আরও পড়ুন- আরও একদিন চিদাম্বরম সিবিআই হেফাজতে, জানাল বিশেষ আদালত

উল্লেখ্য, আন্তর্জাতিক মহলে এমনিতেই কোণঠাসা ইমরান খান।  কাশ্মীর নিয়ে ইমরান সেভাবে দাগ না কাটতে পারায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়। রবিবার এএনআই সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের অন্যতম বিরোধী দল মুত্তাহিদা কওয়ামি মুভমেন্টের প্রধান আলতাফ হুসেন বলেন, কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাক সেনা সে দেশে কাশ্মীর নিয়ে বিভ্রান্তিমূলক খবর পরিবেশন করছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান পরমাণু যুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরমাণু ব্যবহারে ‘প্রথম পদক্ষেপ নীতিতে’ বিশ্বাসী আমরা।” ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ালে বিশ্বকে ফল ভুগতে হবে বলে জানান ইমরান।  

.