রামদেবকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করলেন অরুণ জেটলি

মাত্র দিন কয়েক আগেই নির্বাচনে দেশ জুড়ে ল্যান্ড স্লাইড জয়ের আনন্দে এমনিতেই মাতোয়ারা সঙ্ঘ পরিবার সহ বিজেপি ব্রিগেড। এবার সেই আনন্দেই বোধহয় যোগগুরু রামদেবের সঙ্গে মহাত্মা গান্ধীর তুলনা টানলেন বিজেপি নেতারা । ভোটারদের সচেতনতা `জাগ্রত` করার জন্য যোগগুরুকে অকুণ্ঠ ধন্যবাদ জানালেন তাঁরা। শুধু তাই নয় তাঁদের মতে রামদেবের এই প্রচেষ্টা মহাত্মা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণের সংগ্রামের সঙ্গে তুলনীয়।

Updated By: May 19, 2014, 05:13 PM IST

মাত্র দিন কয়েক আগেই নির্বাচনে দেশ জুড়ে ল্যান্ড স্লাইড জয়ের আনন্দে এমনিতেই মাতোয়ারা সঙ্ঘ পরিবার সহ বিজেপি ব্রিগেড। এবার সেই আনন্দেই বোধহয় যোগগুরু রামদেবের সঙ্গে মহাত্মা গান্ধীর তুলনা টানলেন বিজেপি নেতারা । ভোটারদের সচেতনতা `জাগ্রত` করার জন্য যোগগুরুকে অকুণ্ঠ ধন্যবাদ জানালেন তাঁরা। শুধু তাই নয় তাঁদের মতে রামদেবের এই প্রচেষ্টা মহাত্মা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণের সংগ্রামের সঙ্গে তুলনীয়।

বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি মন্তব্য করেছেন ``ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য রামদেব যে ভূমিকা নিয়েছেন তা শুধুমাত্র মহাত্মা গান্ধী ও জয়প্রকাশ নারায়ণের সংগ্রামের সমতুল্য। ওনার কোন পদের প্রতি কোনও মোহ নেই। ওনার লক্ষ্য ছিল ব্যবস্থাটাকে সুদৃঢ় করা। কালো টাকা আর দুর্নীতির বিরুদ্ধে ওনার সংগ্রাম শুধুমাত্র ওনাদের সংগ্রামের তুলনীয়।``

নির্বাচনে বিজেপির একক সংখ্যা গরিষ্টতা লাভের আনন্দে `সংকল্পপূর্তি মহোৎসব`-এর আয়োজন করেছিলেন রামদেবের অনুগামীরা। এই অনুষ্ঠানে অরুণ জেটলির সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিংও। জেটলির সুরে সুর মিলিয়ে রামদেবকে ধন্যবাদ জানান তিনিও।

প্রসঙ্গত, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার পরাজিত না হওয়া পর্যন্ত হরিদ্বারে নিজের পতঞ্জলি আশ্রমে ফিরে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন রামদেব।

.