অরুণাচলের নিডোর হত্যার প্রতিবাদে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল রাজধানীর রাজপথ

অরুণাচলের ছাত্র নিডো তানিয়ামের হত্যার প্রতিবাদে রবিবার দিল্লির রাজপথে প্রতিবাদে সামিল হলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শতাধিক ছাত্র-ছাত্রী। অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিডো পাভিত্রার ছেলে নিডোকে জনসমক্ষ্যে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন নিডো।

Updated By: Feb 3, 2014, 09:11 AM IST

অরুণাচলের ছাত্র নিডো তানিয়ামের হত্যার প্রতিবাদে রবিবার দিল্লির রাজপথে প্রতিবাদে সামিল হলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শতাধিক ছাত্র-ছাত্রী। অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিডো পাভিত্রার ছেলে নিডোকে জনসমক্ষ্যে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন নিডো।

রবিবারের মিছিলের উদ্যোক্তা ছিল মূলত অরুণাচল স্টুডেন্টস ইউনিয়োন শিলং (এএসইউএস)। তাদের সঙ্গেই রাজধানীতে পড়তে আসা মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরার ছাত্র-ছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করেন।

প্ল্যাকার্ড আর স্লোগান সহ ইন্দো-তিবেটিয়ান বর্ডার পুলিস ক্যাম্প থেকে এই মিছিল শুরু হয়। রাজধানীতে যে ভাবে প্রতি মুহূর্তে বর্ণবিদ্বেষের শিকার হন উত্তর-পূর্বের ছাত্র-ছাত্রীরা, এই মিছিলের স্লোগানে বারবার উঠে আসছিল সেই প্রসঙ্গই। ক্লেভ কলোনিতে অরুণাচল হাউসের কাছে মিছিল শেষ হয়।

গত বুধবার দিল্লির লাজপত নগরে একটি দোকানে পথ নির্দেশ জিজ্ঞাসা করেন নিডো ও তাঁর বন্ধুরা। দোকানদার উলটে নিডোর চুলের স্টাইল নিয়ে হাসাহাসি শুরু করে। বর্ণবিদ্বেষজনক মন্তব্যও করে। এরপর নিডো তানিয়াম ওই দোকানদারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ এরপর ঐ দোকানদাররা লোহার রড দিয়ে নির্মমভাবে নিডোকে মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় পরের দিন মারা যান নিডো। সোমবার নিডোর ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যাবে।

.