আরুষি হত্যা মামলা স্থানান্তরের আবেদন খারিজ

আরুষি হত্যা মামলা স্থানান্তরিত করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাটি গাজিয়াবাদ আদালত থেকে দিল্লির আদালতে স্থানান্তরিত করার আবেদন জানায় তলওয়ার দম্পতি। কারণ হিসেবে দিল্লি থেকে গাজিয়াবাদের দূরত্বের কথা উল্লেখ করা হয়।

Updated By: Mar 2, 2012, 11:45 AM IST

আরুষি হত্যা মামলা স্থানান্তরিত করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাটি গাজিয়াবাদ আদালত থেকে দিল্লির আদালতে স্থানান্তরিত করার আবেদন জানায় তলওয়ার দম্পতি। কারণ হিসেবে দিল্লি থেকে গাজিয়াবাদের দূরত্বের কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে তলওয়ার দম্পতি জানান, গাজিয়াবাদে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই আবেদনে আপত্তি জানায় মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের দাবি ছিল, মামলার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই এই আবেদন। শনিবার সুপ্রিম কোর্ট তলওয়ার দম্পতির আবেদন খারিজ করে দিয়েছে।

.