রান্নার গ্যাসের দাম বাড়ানোর মইলি, মুরলি দেওরা, মুকেশ আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন কেজরিওয়াল

ইউপিএ মন্ত্রিসভার দুই মন্ত্রীয় বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দিল্লি পুলিসের দুর্নীতি দমন শাখা।একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুরলি দেওরা ও এম বিরাপ্পা মইলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে। রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়ায় বাড়িয়ে দেওয়ায় দুই কেন্দ্রীয় মন্ত্রী ও রিলায়েন্স কর্পোরেশনের চেয়রপারসন মুকেশ আম্বানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Updated By: Feb 11, 2014, 02:58 PM IST

ইউপিএ মন্ত্রিসভার দুই মন্ত্রীয় বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দিল্লি পুলিসের দুর্নীতি দমন শাখা।একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুরলি দেওরা ও এম বিরাপ্পা মইলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে। রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়ায় বাড়িয়ে দেওয়ায় দুই কেন্দ্রীয় মন্ত্রী ও রিলায়েন্স কর্পোরেশনের চেয়রপারসন মুকেশ আম্বানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

কেজরিওয়াল জানিয়েছেন, রিলায়েন্সের বিরুদ্দে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। তিনি বলেন, "২০০০ সালে রাজ্যের সঙ্গে রিলায়েন্সের যে ১৭ বছরের চুক্তি সাক্ষর হয়, তাতে প্রতি ইউনিটে ৩ ডলার করে দেওয়ার কথা হয়। কিন্তু কিছু মন্ত্রী সঙ্গে সমঝোতা করে তাঁরা প্রতি ইউনিটে ৪ ডলার করে নিতে শুরু করে।"

তেল সংস্থাটি সরকারকে ব্যাকমেল করেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। চুক্তি অনুযায়ী সংস্থাটির ৮০ শতাংশ গ্যাস উৎপাদন করার কথা হলেও, তারা মাত্র ১৮ শতাংশ গ্যাস উৎপাদন করেছেন। যার ফলে বাইয়ে থেকে জ্বালানি আমদানি করার পরিস্থিতি তৈরি হয়। যার ফলে দাম বাড়াতে বাধ্য হয় সরকার।

কেজরিওয়ালের আরও অভিযোগ, "কিছু মন্ত্রীর সঙ্গে গাঁটছড়া বেধে ২০১৪ এপ্রিল মাস থেকে প্রতি ইউনিটে ৮ ডলার করে মূল্য ধার্য করে সংস্থাটি।" ফলে টান পড়বে আম আদমির বাজেটে। জনতাকে ভাত চড়াতে প্রয়োজন না থাকলেও বেশি দাম দিতে হবে।

.