ভারতকে দ্বিতীয় টাইমজোন দিল আসাম

বিতর্কটা বহুদিনের ছিল। কিন্তু প্রথম পদক্ষেপটা নিল ভারতের উত্তরপূর্বের রাজ্য আসাম। সারা দেশের একই টাইম জোন (সময় নির্দেশিকা) মানার নিয়ম ভেঙে নিজেদের জন্য নয়া টাইমজোন তৈরি করল আসাম। ভারতে দ্বিতীয় টাইম জোনের সূচনা হয়ে গেল।

Updated By: Jan 3, 2014, 12:45 PM IST

বিতর্কটা বহুদিনের ছিল। কিন্তু প্রথম পদক্ষেপটা নিল ভারতের উত্তরপূর্বের রাজ্য আসাম। সারা দেশের একই টাইম জোন (সময় নির্দেশিকা) মানার নিয়ম ভেঙে নিজেদের জন্য নয়া টাইমজোন তৈরি করল আসাম। ভারতে দ্বিতীয় টাইম জোনের সূচনা হয়ে গেল।

আসাম সরকার ব্রিটিশ চা রোপনকারীদের প্রচলিত `গার্ডেন টাইম` (ডে লাইট সেভিং টাইম) আরও একবার ফিরয়ে আনল। এই ঘড়ি ভারতীয় স্ট্যানডার্ড টাইমের তুলনায় এক ঘণ্টা এগিয়ে থাকবে।

আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোই জানিয়েছেন নতুন এই টাইম জোন চালু হওয়ার ফলে আসামের সাধারণ মানুষের মধ্যে কর্মশক্তি বৃদ্ধি পাবে।

আসাম সহ ভারতের উত্ত্রপূর্বাঞ্চলের রাজ্য গুলিতে ভোর ৫টার সময় সূর্যোদয় হয়। সূর্য শীত কালে অস্ত যায় বিকেল ৫টার সময়। গ্রীষ্মকালে আরও কিছুটা দেরী হয়। ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনু্যায়ী চলতে গেলে এই রাজ্য গুলিতে দিনের বেলায় কার্য ঘণ্টা নষ্ট হয়। যার ফলে সামগ্রিক উৎপাদন হ্রাস পায়। ভারতীয় স্ট্যান্ডার্ড সময় উত্তরপ্রদেশের এলাহাবাদের স্থানীয় সময় অনু্যায়ী নির্ধারিত।

আসাম সরকার পৃথক টাইম জোন চালু করলেও সমগ্র বিষয়টির প্রচলনের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন।

.