নাগরিকত্ব প্রমাণ করতে না-পারলে মিলবে না মৌলিক অধিকার, সাফ জানালেন অসমের মুখ্যমন্ত্রী

সোনোয়াল জানিয়েছেন, ‘‌যারা বিদেশি বলে চিহ্নিত তাদের ভোটাধিকার সহ অন্যান্য সাংবিধানিক অধিকার নেই। এদের একটাই অধিকার রয়েছে। তা হল মানবাধিকার

Updated By: Jan 3, 2018, 12:14 PM IST
নাগরিকত্ব প্রমাণ করতে না-পারলে মিলবে না মৌলিক অধিকার, সাফ জানালেন অসমের মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এবার কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
রাজ্যে বহুদিন ধরে বসবাস করলেও জাতীয় নাগরিক পঞ্জীর প্রথম তালিকায় এদের অনেকেরই নাম নেই। এইসব মানুষজনদের কোনও সাংবিধানিক অধিকার নেই বলে সাফ জানিয়ে দিলেন সোনোয়াল। তবে কেন্দ্র ‌যতদিন না এদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ততদিন এরা রাজ্যে থাকতে পারবেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, অসমে জাতীয় নাগরিক পঞ্জীর প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়েছে রবিবার। ওই তালিকায় স্থান পাওয়ার জন্য আবেদন করেছিলেন ৩ কোটি ২৯ লাখ মানুষ। এদের মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষ স্থান পেয়েছেন। পরেশ বড়ুয়ার মতো জঙ্গির নামও রয়েছে ওই তালিকায়। পাশাপাশি ওই তালিকায় নাম নেই অসমে বসাবসকারী বহু বাঙালি এমনকি কয়েকজন বিধায়কেরও। এনিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন-দলিত বিক্ষোভের পর দিন বনধে থমথমে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক শহর
অসমে বাসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে বলতে গিয়ে টাইমস অব ইন্ডিয়াকে সোনোয়াল জানিয়েছেন, ‘‌যারা বিদেশি বলে চিহ্নিত তাদের ভোটাধিকার সহ অন্যান্য সাংবিধানিক অধিকার নেই। এদের একটাই অধিকার রয়েছে। তা হল মানবাধিকার। অসমের ঐতিহাসিক জাতীয় নাগরিক পঞ্জী ভারতীয় ও বিদেশির মধ্যে এবার একটা পার্থক্য গড়ে দেবে।‘

.