Assam: 'অবৈধ দখলদার' হঠাতে গুলি পুলিসের, মৃত ২; রাষ্ট্রীয় সন্ত্রাস বললেন Rahul
অসমের দরং জেলার ঢোলপুর ৩ নম্বর এলাকায় ৮৫০০ বিঘা সরকারি জমি দখলদার মুক্ত করতে নামে অসম পুলিস (Assam Police)।
নিজস্ব প্রতিবেদন: 'অবৈধ দখলদার' উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল অসমের দরং জেলা (Assam's Darrang District)। পুলিসের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাল্টা গুলি চালায় অসম পুলিস (Assam)। দু'জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯ পুলিস কর্মী। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।
অসমের দরং জেলার ঢোলপুর ৩ নম্বর এলাকায় ৮৫০০ বিঘা সরকারি জমি দখলদার মুক্ত করতে নামে অসম পুলিস (Assam Police)। সেখানে বসতি প্রায় ২০০টি পরিবারের। দখলদারি মুক্ত করে ওই জমি চাষবাসে লাগাতে চায় অসম সরকার। এ দিন পুলিসকে দেখে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে স্থানীয়রা। তার পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিস। একটি ভিডিয়োয় ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্য়মে। তাতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির উপর লাফাচ্ছেন এক চিত্রগ্রাহক। লাঠি দিয়ে মারছেন পুলিস কর্মীরা। পরে ওই চিত্রগ্রাহককে গ্রেফতার করা হয়েছে। পুলিস সুপার সুশান্ত বিশ্ব শর্মা জানান,'আমরা উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারিনি। ২জন বিক্ষোভকারী আহত হয়েছেন। ৯ জন পুলিস কর্মীও গুরুতর জখম। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।''
Assam: Nine police personnel injured after violence broke out in Sipajhar of Darrang during an anti-encroachment drive. Visuals from the hospital. pic.twitter.com/nZgtFG1pDM
— ANI (@ANI) September 23, 2021
এই ঘটনাকে 'রাষ্ট্রীয় সন্ত্রাস' বলে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর টুইট,''রাজ্যের ভাই-বোনদের পাশে রয়েছি। ভারতের কোনও সন্তানের এটা প্রাপ্য নয়।''
Assam is on state-sponsored fire.
I stand in solidarity with our brothers and sisters in the state- no children of India deserve this. pic.twitter.com/syo4BTIXKH
— Rahul Gandhi (@RahulGandhi) September 23, 2021
বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়ার বক্তব্য,''এরা সকলেই বাংলাদেশি নাগরিক। সরকারি জমি দখল করে থাকছিল তারা।'' ঘটনায় গোহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার (Assam Govt)।
আরও পড়ুন- Terror Alert: উৎসবের আগে বড়সড় নাশকতার ছক! পাক-সীমান্তে একাধিক জঙ্গিঘাঁটির সন্ধান