প্রসবের সময় হয়নি বলে ফেরাল হাসপাতাল, রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন মহিলা
সন্তান প্রসবের পর মহিলা ও সদ্য়োজাতকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা ও সন্তান দু'জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : প্রসবের সময় হয়নি বলে ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল। বাড়ি ফেরার সময় রাস্তাতেই ওঠে প্রসব যন্ত্রণা। অবশেষে পথেই সন্তান প্রসব করলেন এক গৃহবধূ। অসমের উত্তর-কাছাড়ের হাইলাকান্দিতে এই ঘটনায় শনিবার রীতিমতো সাড়া পড়েছে। সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ওই মহিলার পরিবার।
আরও পড়ুন- পিএনবি দুর্নীতিকাণ্ডে শুরু ধরপাকড়, গ্রেফতার প্রাক্তন ডেপুটি ম্যানেজার-সহ ৩
জানা গেছে, হাইলাকান্দির কাতলিছড়া গ্রামের বাসিন্দা জয়মতীকে প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, মহিলার এখনও প্রসবের সময় হয়নি বলে, ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল। ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। বাড়ি ফেরার সময় ফের শুরু হয় প্রসব যন্ত্রণা। অবশেষে রাস্তাতেই প্রসব করতে বাধ্য হন তিনি। এদিকে, এই দৃশ্য দেখে স্থানীয় মহিলারা সেখানে ছুটে আসেন। পরনের শাড়ি দিয়ে গোটা একটি আড়াল তৈরি করেন তাঁরা।
সন্তান প্রসবের পর মহিলা ও সদ্য়োজাতকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা ও সন্তান দু'জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।