হিন্দি বলয়ে গেরুয়া ঝড়, নাকি জয় পাবে কংগ্রেস, দিল্লিতে কি আম আদমির হাত ধরেই ক্ষমতায় আম আদমি পার্টি, রাত পোহালেই মিলবে সব প্রশ্নের উত্তর

হিন্দিবলয়ে মোদি ঝড়, নাকি জনমুখী প্রকল্পের হাত ধরে লড়াইয়ে টিকে থাকবে কংগ্রেস? আম আদমি পার্টির হাত ধরে নতুন শক্তির উত্থান দেখবেন কি রাজধানী রাজ্যের বাসিন্দারা? সব প্রশ্নের উত্তর আগামিকাল।

Updated By: Dec 7, 2013, 10:39 PM IST

হিন্দিবলয়ে মোদি ঝড়, নাকি জনমুখী প্রকল্পের হাত ধরে লড়াইয়ে টিকে থাকবে কংগ্রেস? আম আদমি পার্টির হাত ধরে নতুন শক্তির উত্থান দেখবেন কি রাজধানী রাজ্যের বাসিন্দারা? সব প্রশ্নের উত্তর আগামিকাল।

কাল দিল্লি সহ হিন্দি বলয়ের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। দিল্লিতে এবার নির্বাচনী লড়াই ত্রিমুখী। কংগ্রেস-বিজেপির পাশাপাশি, তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। জয়ের হ্যাটট্রিক করার পর এবার মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের কাছে সরকার টিকিয়ে রাখার চ্যালেঞ্জ।

রাজস্থানে ভোট হয়েছে প্রতিষ্ঠান বিরোধিতার তীব্র হাওয়ায়। সেখানে অশোক গেহলটের জনমোহিনী প্রকল্পগুলি তাঁকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে কি না তাই দেখার। মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়েও বিজেপির সামনে হ্যাটট্রিকের হাতছানি।এবারও জিতে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাসনে বসবেন কি শিবরাজ সিং চৌহান ও রমন সিং? জানতে অপেক্ষা আগামিকালের।

.