আন্টার্টিকায় ইসরোর রিসার্চ সেন্টার বন্ধের কারণ অনুসন্ধানের নির্দেশ কেন্দ্রীয় সরকারের
আন্টার্টিকায় ইসরোর রিসার্চ স্টেশন `ভারতী`-এর বন্ধ হওয়ার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। আন্টার্টিকার প্রত্যন্ত অঞ্চলে জ্বালানির অভাব ও দলের নেতার সঙ্গে কর্মচারীদের বিরোধের কারণে চলতি বছরের অক্টোবর মাস থেকেই `ভারতী` -এর কাজকর্ম বন্ধ।
আন্টার্টিকায় ইসরোর রিসার্চ স্টেশন `ভারতী`-এর বন্ধ হওয়ার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। আন্টার্টিকার প্রত্যন্ত অঞ্চলে জ্বালানির অভাব ও দলের নেতার সঙ্গে কর্মচারীদের বিরোধের কারণে চলতি বছরের অক্টোবর মাস থেকেই `ভারতী` -এর কাজকর্ম বন্ধ।
কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক এই তদন্তের দায়িত্বে রয়েছে।
ইসরোর ২০টিরও বেশি কৃত্রিম উপগ্রহের তথ্য সরবারহ করে এই রিসার্চ স্টেশন। সারা দেশে বিভিন্ন বিজ্ঞান সংস্থার মোট ১৭জন কর্মচারী `ভারতী`-এর হয়ে কাজ করে।
কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি শনিবার জানিয়েছেন তিনি ভূ-বিজ্ঞান মন্ত্রককে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
তিনি জানিয়েছেন তদন্তের সময় দেশের সুরক্ষা ও বিভিন্ন অভিযানের সাফল্যের কথা মাথায় রাখা হবে।
যদিও ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব সৈলেশ নায়েকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।