পাঁচ রাজ্যের বিধানসভার নির্ঘণ্ট ঘোষিত হল, লোকসভা নির্বাচনের `সেমিফাইনালে` জোর লড়াইয়ে রাজনৈতিক দলগুলি

পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই প্রথম ইভিএম মেশিনে থাকছে `না` ভোটের বোতাম। পাঁচটি রাজ্যের মধ্যে দিল্লিতে নির্বাচনের দিন ৪ ডিসেম্বর। রাজস্থানে পয়লা ডিসেম্বর, মধ্যপ্রদেশে ২৫ নভেম্বর ও মিজোরামে ৪ ডিসেম্বর নির্বাচন হবে। এই চারটি রাজ্যে এক দফায় ভোট হলেও ছত্তিশগড়ে ভোট হবে দুই দফায়। নম্ভেম্বরের ১১ ও ১৯ তারিখ।

Updated By: Oct 4, 2013, 06:10 PM IST

পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই প্রথম ইভিএম মেশিনে থাকছে `না` ভোটের বোতাম। পাঁচটি রাজ্যের মধ্যে দিল্লিতে নির্বাচনের দিন ৪ ডিসেম্বর। রাজস্থানে পয়লা ডিসেম্বর, মধ্যপ্রদেশে ২৫ নভেম্বর ও মিজোরামে ৪ ডিসেম্বর নির্বাচন হবে। এই চারটি রাজ্যে এক দফায় ভোট হলেও ছত্তিশগড়ে ভোট হবে দুই দফায়। নম্ভেম্বরের ১১ ও ১৯ তারিখ।
পাঁচটি রাজ্যের ভোট গণনাই হবে ৮ ডিসেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত আজ দিল্লিতে এ কথা জানান।
২০১৪ লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের নির্বাচন মোটামুটি রাজনৈতিক দল গুলির কাছে শক্তি পরীক্ষার `সেমিফাইনাল`। এই নির্বাচনের ফলাফল মোটামুটি লোকসভা নির্বাচনের ফলের কিছুটা হলেও আভাস দেবে। তাই এই পাঁচ বিধানসভার নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা দেশ।

.