একেই বলে 'আত্মনির্ভর'! ৯৮ বছরেও খেটে রোজগার করছেন বিজয়

সাম্প্রতিককালে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর, তাঁর দিকে নজর পড়ে আমজনতার।

Updated By: Mar 5, 2021, 02:36 PM IST
একেই বলে 'আত্মনির্ভর'! ৯৮ বছরেও খেটে রোজগার করছেন বিজয়

নিজস্ব প্রতিবেদন: আত্মনির্ভর, কথাটার মধ্যে যে অন্তর্নিহীত অর্থ রয়েছে তা হল নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু রাজনৈতিক রঙ লাগাতে আত্মনির্ভর একপেশে হয়ে গিয়েছে একাংশের কাছে। মূলত, চিনের সঙ্গে টেক্কা দিতেই আত্মনির্ভর হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় স্থানীয় পণ্য ও নির্মাণকেই দৃঢ় করতে জোর দেন তিনি। কিন্তু সাম্প্রতিককালের এক ঘটনা  আত্মনির্ভরকে অন্য মাত্রা দিয়ে দিল। 

বিজয় পাল সিং, বৃদ্ধের বয়স ৯৮। ইনি উত্তরপ্রদেশের  লখনউ থেকে ৭৯ কিমি দূরে রিয়াবারেলির বাসিন্দা। যিনি এই বয়সেও এখনও রোজগার করে চলেছেন। রাস্তার ধারে চানা সহ বিভিন্ন খাওয়ার বিক্রি করেন তিনি। 

 

বৃহস্পতিবার, District Magistrate তাঁর হাতে পুরস্কার বাবদ তুলে দেয় নগদ ১১,০০০ টাকা। একইসঙ্গে লাঠি, শাল ও একটি সম্মানের শংসাপত্র দেওয়া হয় তাঁকে।  

সাম্প্রতিককালে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর, তাঁর দিকে নজর পড়ে আমজনতার। একাংশের মন্তব্য, একেই বলে 'আত্মনির্ভর'। 

.