Vaccine Certificate-য়ে মোদীর ছবি কেন? কেন্দ্রের কাছে জবাব চাইল নির্বাচন কমিশন
west Bengal assembly election 2021: কেন ভ্যাকসিনের শংসাপত্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম? তৃণমূল থেকে সেই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি নিক্ষেপ করা হয়।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী নির্ঘণ্ট জারি করা হয়ে গিয়েছে, আদর্শ আচরণবিধিও লাগু হয়ে গিয়েছে। তারপরও কেন ভ্যাকসিনের শংসাপত্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম? তৃণমূল থেকে সেই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি নিক্ষেপ করা হয়। গতকাল (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন ফিরহাদ হাকিম। এরপরই নড়েচড়ে বলে কমিশন। স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চায়, Vaccine Certificate-য়ে কেন নরেন্দ্র মোদীর নাম ব্যবহার করা হচ্ছে?
সত্যতা যাচাই করার পর্বে রয়েছে গোটা বিষয়টি। সকল পক্ষের মতামতের জন্য অপেক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার ফিরহাদ হাকিম বলেন, নিজেকে স্টার ক্যাম্পেনার হিসেবে তুলে ধরছেন প্রতি প্রকল্পে। ভোটের আগে যখন তিনি ক্য়াম্পেন করছেন, তখন তাঁর ছবি দেওয়া ব্যানার মারফত সরকারি মদতে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই গোটা বিষয়টির উপর নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিযোগ করা হয়েছে।