ট্রেনে সফর করেছেন অন্তত ১২ করোনা আক্রান্ত যাত্রী, সতর্ক করল রেল
এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮৩
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই ভয় আরও বাড়িয়ে দিল রেল। কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে টুইট করে আজ জানানো হয়েছে, করোনা আক্রান্ত কমপক্ষে ১২ জন রেলে সফর করেছেন ১৩-১৬ মার্চের মধ্য়ে। ফলে সতর্ক থাকা প্রয়োজন।
আরও পড়ুন-পুরাণে আছে শনির প্রকোপে ভাইরাস, ২৫ মার্চ বাড়বে, নিমপাতার রস খান: দিলীপ
টুইটের বক্তব্য, করোনা আক্রান্ত কিছু যাত্রী রেলে সফর করেছেন। তাই ট্রেনে সফর এক বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই আপনার সহযাত্রীর দেহে যদি করোনাভাইরাস থাকে তাহলে তা আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপাতত ট্রেনে ভ্রমণ বাতিল করুন। এতে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকবে।
এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্তের সংখ্যা ২৮৩। এরকম এক অবস্থায় রেলের ওই টুইটে আতঙ্ক আরও বাড়ল। রবিবার দেশজুড়ে পালিত হবে জনতা কার্ফু। ফলে আগামিকাল রেল যাত্রী কম হলেও সপ্তাহের প্রথম দিন থেকে ফের রাস্তায় নামবে সাধারণ মানুষ। ফলে তাদের রেলের ওই সতর্কতা মাথায় রাখতেই হচ্ছে।
আরও পড়ুন-শনিবার মাঝরাতেই বন্ধ সমস্ত ট্রেন, স্টেশনে এসে ভিড় বাড়াবেন না, জানাল রেল
রেল মন্ত্রক সূত্রে খবর, গত ১৩ মার্চ দিল্লি থেকে রামগুন্ডাম পর্য্ন্ত সফর করেছিলেন ৮ জন। ১৬ মার্চ ৪ যাত্রী জব্বলপুর এসেছিলেন মুম্বই থেকে। এদের সবার দেহেই করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তিন বিদেশি সহ রাজ্য মোট আক্রান্তের সংখ্যা এখন ৫২। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মানুষকে পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছেন।