এখনই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিন, নাহলে দোলের উত্সবে বিপদে পড়তে পারেন
সামনেই আসতে চলেছে দোল উত্সব। জীবনকে রঙিন করার উত্সব। বসন্তে নিজেকে চুবিয়ে দেওয়ার উত্সব। অথচ, এই উত্সবের দিনগুলোতে আপনার পকেট গড়ের মাঠ হয়ে যেতে পারে। কারণ, টানা লম্বা ছুটি পড়তে চলেছে ব্যাঙ্কে। যা শুরু হচ্ছে আগামী ২৪ মার্চ থেকে। সেইদিন থেকে টানা চারদিন ব্যাঙ্ক থাকছে ছুটি। কারণ, ২৪ মার্চ হোলি। ২৫ মার্চ গুড ফ্রাইডে। ২৬ মার্চ মাসের চতুর্থ শনিবার। তাই সেদিন সরকারি ব্যাঙ্কগুলো এমনিই ছুটি থাকে। আর ২৭ মার্চ রবিবার।
ওয়েব ডেস্ক: সামনেই আসতে চলেছে দোল উত্সব। জীবনকে রঙিন করার উত্সব। বসন্তে নিজেকে চুবিয়ে দেওয়ার উত্সব। অথচ, এই উত্সবের দিনগুলোতে আপনার পকেট গড়ের মাঠ হয়ে যেতে পারে। কারণ, টানা লম্বা ছুটি পড়তে চলেছে ব্যাঙ্কে। যা শুরু হচ্ছে আগামী ২৪ মার্চ থেকে। সেইদিন থেকে টানা চারদিন ব্যাঙ্ক থাকছে ছুটি। কারণ, ২৪ মার্চ হোলি। ২৫ মার্চ গুড ফ্রাইডে। ২৬ মার্চ মাসের চতুর্থ শনিবার। তাই সেদিন সরকারি ব্যাঙ্কগুলো এমনিই ছুটি থাকে। আর ২৭ মার্চ রবিবার।
যেহেতু টানা চারদিন ধরে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই এই চারদিন ব্যবসায়িক লেনদেনেও সমস্যা হবে মানুষের। যাঁদের এটিম আছে, তাঁদের ক্ষেত্রেও রেহাই নেই। বরং, সমস্যা বাড়তে পারে। কারণ, এটিএমগুলোতে টাকা ফুরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় টাকা হয়তো এটিএমে গিয়েও তুলতে পারলেন না আপনি। তাই আপনার যদি তেমন টাকার কোনও প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আগে থেকে তুলে নিন। সেক্ষেত্রে আপনাকে ওই চারদিন অসুবিধার মধ্যে পড়তে হবে না।