৩০ সেপ্টেম্বর বাবরি মামলার রায়, আডবানি-যোশীদের হাজিরার নির্দেশ আদালতের

অভিযোগ ওঠে লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী-সহ তিন বিজেপি নেতার নেতৃত্বেই উত্তেজিত করা হয়েছিল করসেবকদের

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 16, 2020, 03:30 PM IST
৩০ সেপ্টেম্বর বাবরি মামলার রায়, আডবানি-যোশীদের হাজিরার নির্দেশ আদালতের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: প্রায় তিন দশক পুরনো বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেওয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর। লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী-সহ ওই মামলায় অভিযুক্ত ৩২ জনকেই আদালতের হাজির হতে নির্দেশ দিয়েছে সিবিআই আদালত।

আরও পড়ুন-মানালি-লেহ সফরের সময় কমবে ৪ ঘণ্টা, তৈরি হয়ে গেল দুনিয়ার দীর্ঘতম হাইওয়ে টানেল

গত মাসেই ওই মামলায় অভিযুক্ত ৩২ জনের বয়ান রেকর্ড শেষ করে আদালত। তারপর আজ লখনউয়ে ওই মামলার রায়ের দিন ধার্য করেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। রায়দানের ওই তারিখের বিষয়টি জানিয়েছেন আডবানি, যোশী-সহ ২৫ জনের আইনজীবী কে কে মিশ্রও।

সুপ্রিম কোর্ট মামলা নিস্পত্তির সময় বেঁধে দেওয়ার পরও রায়দানের দিন ঠিক করতে এতটা দেরি হল। গত বছর জুলাই মাসে ওই মামলার রায়দানের সময়সীমা ৬ মাস বাড়িয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরিয়ে যায় ১৯ এপ্রিল। তার পর ফের রায়দানের সময়সীমা বাড়ানো হয়।

আরও পড়ুন-গত ৬ মাসে LAC-তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, বিরোধীদের জল্পনা উড়িয়ে জানাল কেন্দ্র

১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবা করতে এসে অযোধ্যায় পনের শতকের প্রাচীন ওই মসজিদটিকে ভেঙে ফেলে করসেবকরা। অভিযোগ ওঠে লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী-সহ তিন বিজেপি নেতার নেতৃত্বেই উত্তেজিত করা হয়েছিল করসেবকদের। শেষপর্যন্ত তারাই ভেঙে ফেলে মসজিদ। তবে মসজিদ ভাঙায় তাঁদের হাত থাকার কথা অস্বীকার করেন যোশী ও আদবানি। উমা ভারতী অবশ্য অন্য কথা বলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যনে তিনি বলেন, রায় যাই হোক তাতে কিছু এসে যায় না। যদি ফাঁসি তাহলে তা আমার সৌভাগ্য।  

অভিযুক্তের তালিকায় উল্লেখযোগ্য কারা

এল কে আডবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, সুধীর কক্কর, রামচন্দ্র কাঠারি, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, মহন্ত নিত্যগোপাল দাস, চম্পত রাই, সাক্ষী মহারাজ।

.