অবিবাহিতদের বিজেপিতে উজ্জ্বল ভবিষ্যত্! মন্ত্রীর মন্তব্য ভাইরাল
![অবিবাহিতদের বিজেপিতে উজ্জ্বল ভবিষ্যত্! মন্ত্রীর মন্তব্য ভাইরাল অবিবাহিতদের বিজেপিতে উজ্জ্বল ভবিষ্যত্! মন্ত্রীর মন্তব্য ভাইরাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/27/97142-bjp.jpg)
নিজস্ব প্রতিনিধি: আপনি কি অবিবাহিত? তাহলে আপনার ভবিষ্যত্ উজ্জ্বল, তবে এক্ষেত্রে আপনাকে একটাই কাজ করতে হবে! আপনাকে যোগ দিতে হবে বিজেপিতে। বিজেপিতে যোগ দিলেই আপনার উন্নতি ঠেকায় কে! এমনটাই দাবি করলেন ছত্তিশগড়ের শ্রম ও ক্রীড়া মন্ত্রী ভাইয়ালাল রাজওয়াড়ে। প্রকাশ্য সভায় মন্ত্রীমশাইয়ের এই মন্তব্যই এখন ভাইরাল।
এক্ষেত্রে তিনি গেরুয়া ব্রিগেডের বেশ কয়েকজন নেতার নাম তুলে ধরেন তিনি। উদাহরণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যদিও তিনি অবিবাহিত নন। যশোদাবেনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তবে সুদীর্ঘকাল অবিবাহিতের মতোই জীবন যাপন করছেন নমো। এই তালিকায় পরবর্তী সংযোজন হিসাবে তিনি উল্লেখ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ সিং রাওয়াতের নামও। এমনকি উদাহরণস্বরূপ নিজের নামও তালিকায় জুড়ে দিয়েছেন এই মন্ত্রী। দলীয় সহকর্মী দীপক প্যাটেলের জন্মদিনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইয়ালাল। সেখানেই আমন্ত্রিতদের সামনে বলেন, ''বিজেপিতে যোগ দিলেই ব্যাচেলরদের উজ্জ্বল ভবিষ্যত্।'' এমনিতেই বিজেপির 'ব্যাচেলর ব্রিগেড' বহুচর্চিত। দলীয় এই মন্ত্রীর বক্তব্য সেই চর্চায় আবারও ইন্ধন দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।.