জ্যাকের ডাকা বন্ধে মিশ্র সাড়া অন্ধ্রে
তেলেঙ্গানা ইস্যুতে অন্ধ্রপ্রদেশে ডাকা ৪৮ ঘণ্টা বনধের প্রথম দিনে খুব একটা সাড়া মিলল না। পুলিসি হয়রানির অভিযোগে এই বনধের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন।
তেলেঙ্গানা ইস্যুতে অন্ধ্রপ্রদেশে ডাকা ৪৮ ঘণ্টা বনধের প্রথম দিনে খুব একটা সাড়া মিলল না। পুলিসি হয়রানির অভিযোগে এই বনধের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন। সকাল থেকে বনধের জেরে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়সহ হায়দরাবাদের বিভিন্ন স্কুল-কলেজ বন্ধ। তবে রাজ্যের অন্যত্র দোকানপাট ও অফিস খোলা রয়েছে।
গত রবিবারের হায়দ্রাবাদে তেলেঙ্গানার দাবিতে মিছিল কে কেন্দ্র করে পুলিসের সঙ্গে তেলেঙ্গানা পন্থীদের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। উতপ্ত হয়ে ওঠে এই আন্দোলনের অন্যতম আঁতুড়ঘর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। মিছিলের আগে থেকেই অন্ধ্র পুলিসের তরফ থেকে লাগাতার ধড়পাকড় চলছিল। নেকলেস রোডে পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তেলেঙ্গানার সমর্থকরা। তার জেরেই ৪৮ ঘন্টা বন্ধের ডাক দেয় জ্যাক। বনধের ফলে যানবাহন চলাচল বন্ধ না হলে ও অনেক দূরপাল্লার বাসেরই