চোখের জলে বালাসাহেবের শেষকৃত্য সম্পন্ন
আজ, রবিবার মধ্য মুম্বইয়ের শিবাজী পার্কে সম্পন্ন হল শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শেষকৃত্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবসেনার এই প্রয়াত নেতা শেষকৃত্য সম্পন্ন হয় ৷ বালাসাহেবের শেষ যাত্রা হাঁটলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আম জনতা। সকাল সাড়ে ৭ টা নাগাদ মাতশ্রী থেকে বাল ঠাকরের মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল শিবসেনা ভবনে। পুলিশের ২১টি তোপধ্বনিতে তাঁকে অন্তিম বিদায় জানানো হয়। মুম্বই পুলিশের পক্ষ থেকে প্রয়াত নেতাকে গার্ড অফ অনার দেওয়া হয়। ছেলে উদ্ধব ও ভাইপো রাজ ঠাকরে শেষকৃত্যর রীতি-নিয়ম পালন করেন। অন্তিম শয্যা থেকে চিতায় বালাসাহেবকে তোলার সময় ঝরঝর করে কেঁদে ফেলেন ভাইপো রাজ ঠাকরে।
আজ, রবিবার মধ্য মুম্বইয়ের শিবাজী পার্কে সম্পন্ন হল শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শেষকৃত্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবসেনার এই প্রয়াত নেতা শেষকৃত্য সম্পন্ন হয় ৷ বালাসাহেবের শেষ যাত্রা হাঁটলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আম জনতা। সকাল সাড়ে ৭ টা নাগাদ মাতশ্রী থেকে বাল ঠাকরের মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল শিবসেনা ভবনে। পুলিশের ২১টি তোপধ্বনিতে তাঁকে অন্তিম বিদায় জানানো হয়। মুম্বই পুলিশের পক্ষ থেকে প্রয়াত নেতাকে গার্ড অফ অনার দেওয়া হয়। ছেলে উদ্ধব ও ভাইপো রাজ ঠাকরে শেষকৃত্যর রীতি-নিয়ম পালন করেন। অন্তিম শয্যা থেকে চিতায় বালাসাহেবকে তোলার সময় ঝরঝর করে কেঁদে ফেলেন ভাইপো রাজ ঠাকরে।
ভোর থেকে বালাসেহেবের বাসভবনের সামনে দলীয় কর্মী ও সমাজের সব স্তরের মানুষের ভিড় জমে যায়। শেষযাত্রায় প্রিয় নেতাকে দেখতে রাস্তার দু’ধারে ছিল হাজার হাজার মানুষের ভিড়৷ যার ফলে দেহ বাইরে আনতে অনেকটা সময় লেগে যায়। এরপর সকাল নটার কিছু পরে, বান্দ্রার বাসভবন থেকে বাইরে আনা হয় প্রয়াত শিবসেনা প্রধানের মরদেহ। মাতশ্রীর সামনে অস্থায়ী মঞ্চে কিছুক্ষণ শায়িত রাখা হয় তাঁর দেহ। সেখানেই বালাসাহেব ঠাকরেকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ। এরপর মাহিম, দাদার হয়ে প্রয়াত নেতার দেহ যাবে শিবাজি পার্কে। সেখানেও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। দুপুর তিনটের মধ্যে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা থাকলেও, তা শেষ হতে বিকেল হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। বালাসাহেবের শেষকৃত্যে হাজির থাকবেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বহু ভিভিআইপি। আজ বাণিজ্য নগরীর নিরাপত্তা কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয়েছে। মুম্বইয়ে নিজের বাসভবন মাতশ্রীতে গতকাল বিকেল সাড়ে ৩টে নাগাদ মৃত্যু হয় তাঁর।