জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের যা করার কথা ছিল সেটাই করেছে ভারত: সীতারমন
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই বিমানহানা কোনও সেনা অভিযান নয়, নির্দিষ্টভাবে জঙ্গিদের ওপরে হামলা। এটা পাকিস্তানের করার কথা
নিজস্ব প্রতিবেদন: বালাকোটে বায়ুসেনার বিমানহানা নিয়ে এবার মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বায়ুসেনার হানা নিয়ে যে বিতর্ক বিরোধীরা তোলার চেষ্টা করছে তার জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী। সীতারমনের সোজা জবাব, পাকিস্তানের যা করা প্রয়োজন ছিল সেটাই করেছে ভারত।
আরও পড়ুন-কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বসিরহাট থেকে গ্রেফতার রবিউল
রবিবার সীতারমন চেন্নাইয়ে বলেন, একটা বিষয় স্পষ্ট যে পাকিস্তান এতদিন তাদের দেশের জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল না। পাকিস্তান এমন একটা দেশ যে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ ও সমর্থন দিয়ে আসছিল। দেশে এতবড় একটা জঙ্গি নেটওয়ার্ক চলেছে কিন্তু পাকিস্তানের যুক্তি ছিল জঙ্গিরা নন স্টেট অ্যাক্টর। এভাবেই পাকিস্তানের মাটিতে অবাধে চলছিল জঙ্গিদের বাড়বাড়ন্ত।
Defence Minister Nirmala Sitharaman in Chennai: It was not a military action, it was a targeted attack on terrorists which actually Pakistan should have done, they didn't. pic.twitter.com/uWff3ClK0s
— ANI (@ANI) March 10, 2019
Defence Minister: We took decision to hit that nerve centre which was training, funding & giving capacity to what they call Fidayeen. Since we had enough intel information to say that that's where it is coming out of, we acted on terror so that no longer goes unattended. https://t.co/5fEbDI5pqN
— ANI (@ANI) March 10, 2019
মার্কিন যুক্তরাষ্ট্র দিনের পর দিন জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নিতে বললেও তা তারা করেনি। এতে পাকিস্তানকে দেওয়া মার্কিন সাহায্যে পরিমাণ কমেছে। কিন্তু তাতে তারা দমেনি। ওইসব জঙ্গিদের গোটা চাপটাই আসছিল ভারতের ওপরে। সীতারমন বলেন, দেশে জঙ্গি দমন নয়, আমরা একেবারে নার্ভ সেন্টারে আঘাত করেছি। আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল কোথা থেকে এসব হচ্ছে। সেই মতোই আমরা আঘাত করেছি।
আরও পড়ুন-সব্যসাচীর বাড়িতে দোলা সেন, সরানো হবে মেয়র পদ থেকে? তুঙ্গে জল্পনা
পুলওয়ামা হামলায় জইশের হাত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরই বালাকোটে বিমান হানার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই প্রথম সীমান্ত পেরিয়ে খাইবার পাখতুনখাওয়ায় বিমানহানা চালাল ভারত। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই বিমানহানা কোনও সেনা অভিযান নয়, নির্দিষ্টভাবে জঙ্গিদের ওপরে হামলা। এটা পাকিস্তানের করার কথা। সেটা তারা করেনি।