এখনই খুচরো সিগারেটে জারি হচ্ছে না নিষেধাজ্ঞা

খুচরো সিগারেট বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা জারি এখনই করা হচ্ছে না। কেন্দ্র সরকার আগে খতিয়ে দেখবে তামাকজাত পণ্য উত্‍পাদন করা কৃষকরা এই খুচরো সিগারেট বিক্রি বন্ধের সিদ্ধান্তে কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে। যদি দেখা যায় কৃষকদের কোনও ক্ষতি হচ্ছে না তবেই খুচরো সিগারেট কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি হবে।

Updated By: Dec 3, 2014, 07:44 PM IST
এখনই খুচরো সিগারেটে জারি হচ্ছে না নিষেধাজ্ঞা

ওয়েব ডেস্ক: খুচরো সিগারেট বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা জারি এখনই করা হচ্ছে না। কেন্দ্র সরকার আগে খতিয়ে দেখবে তামাকজাত পণ্য উত্‍পাদন করা কৃষকরা এই খুচরো সিগারেট বিক্রি বন্ধের সিদ্ধান্তে কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে। যদি দেখা যায় কৃষকদের কোনও ক্ষতি হচ্ছে না তবেই খুচরো সিগারেট কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি হবে।

খুচরো সিগারেট নিষেধাজ্ঞা জারি করা হতে পারে কেন্দ্রের এমন সিদ্ধান্তের পর জোর বিতর্ক শুরু হয়। অনেকেই বলেন, খুচরো সিগারেট কেনা বন্ধ হলে আসলে ধূমপানের প্রবনতা বাড়বে।

তাই খুচরো সিগারেটে নিষেধাজ্ঞা জারি না করার সিদ্ধান্ত নিয়ে সেই বিতর্ক ধামচাপার চেষ্টা কি না তা নিয়েও কথা হচ্ছে।

.