শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরু
স্কুলেই ছবছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরু। আজ ওই ঘটনার প্রতিবাদে শহরে বিশাল মিছিলে সামিল হন বিভিন্ন স্কুলের কয়েক হাজার পড়ুয়া ও অভিভাবক। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা। ঘটনাস্থল ওই স্কুলের সামনে থেকেই বেরয় এই মিছিল। পরে পুলিশ কমিশনারের অফিস কার্যত ঘেরাও করে চলে বিক্ষোভ। ধর্ষিতা ওই শিশুটির বাবা-মাও প্রতিবাদ মিছিলে সামিল হন। ইতিমধ্যে সন্দেহভাজন আটজনকে পুলিশ পাকড়াও করেছে বলে খবর ছড়ানোয় তীব্র উত্তেজনা ছড়ায়।
ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। এই ঘটনায় স্কুলেরই দুজন শিক্ষককে পুলিশ গ্রেফতার করতে পারে বলে জানা গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য তা হয়নি। এদিন পুলিশ কমিশনার রাঘবেন্দ্র ঔরাদকর জানান, তদন্ত জোরকদমে চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ নির্দিষ্ট সূত্র পেয়েছে। শনিবারের মধ্যে অভিযুক্তরা ধরা পড়বে । ধর্ষণে দোষীদের দ্রুত শাস্তি দিতে ফার্স্ট ট্র্যাক কোর্ট গড়া হবে বলেও তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সামনে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই স্কুলের অনুমোদন বাতিল করতে আইসি এসসি বোর্ডের কাছে সুপারিশ করেছে কর্ণাটক সরকার।