বেঙ্গালুরু ধর্ষণ কাণ্ড: আজ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অভিভাবকদের প্রতিনিধি দল

অভিভাবকদের এক প্রতিনিধি দল আজ বেঙ্গালুরুর ভিবজিওর হাই স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন। এই বৈঠকে তাঁরা ঠিক করবেন গত ২ জুলাই স্কুলের মধ্যেই ৬ বছরের শিশু কন্যার ধর্ষণের পর তাঁরা এই স্কুলে তাঁদের সন্তানদের পড়াতে পাঠাবেন কিনা।

Updated By: Jul 22, 2014, 09:49 AM IST
বেঙ্গালুরু ধর্ষণ কাণ্ড: আজ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অভিভাবকদের প্রতিনিধি দল

বেঙ্গালুরু: অভিভাবকদের এক প্রতিনিধি দল আজ বেঙ্গালুরুর ভিবজিওর হাই স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন। এই বৈঠকে তাঁরা ঠিক করবেন গত ২ জুলাই স্কুলের মধ্যেই ৬ বছরের শিশু কন্যার ধর্ষণের পর তাঁরা এই স্কুলে তাঁদের সন্তানদের পড়াতে পাঠাবেন কিনা।

চলতি মাসের ১৭ তারিখ থেকে আপাতত স্কুলটি বন্ধ।

পুলিস এই ঘটনায় ভিবজিওর স্কুলের স্কেটিং প্রশিক্ষক মুস্তাফাকে গত রবিবার গ্রেফতার করেছে।

অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনার জেরে কর্নাটক সরকার বেঙ্গালুরুর পুলিস কমিশনার ও অ্যাডিশনাল কমিশনার অফ পুলিসকে সোমবার বদলির নির্দেশ দিয়েছে।

এই মর্মান্তিক ঘটনার সঙ্গেই গত ১০ দিনে বেঙ্গালুরুতে ২২ বছরের এক কলেজ ছাত্রী ও ১৭ বছরের এক স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনা সারা বেঙ্গালুরুতে প্রতিবাদ বিক্ষোভকে জোরদার করেছে।

 

.