নোট বাতিলের বকেয়া না মেলায়, ধর্মঘটের হুমকি ব্যাঙ্ক কর্মীদের
ওয়েব ডেস্ক : নোট বাতিলের পর হাতে গুনে ১০ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও বকেয়া মেলেনি। ওভারটাইম, অফ ডে-তে কাজ, কোনও বকেয়াই এখনও মেলেনি। অবিলম্বে বকেয়া না মেটালে বিক্ষুব্ধ ব্যাঙ্ক কর্মীরা এবার ধর্মঘটের হুমকি দিলেন। একইসঙ্গে আদালতে মামলা করারও হুমকি দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের ইউনিয়নগুলি।
৮ নভেম্বর রাতে এক ঘোষণায় ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট বাতিলের ঘোষণার জেরে বাজারে থাকা ৮৬ শতাংশ বাতিল হয়ে যায়। বাতিল নোট জমা দিতে ব্যাঙ্কে ব্যাঙ্কে লম্বা লাইন পড়ে যায় মানুষের। দিনের পর দিন অতিরিক্ত সময় কাজ করে চাপ সামাল দেন ব্যাঙ্ক কর্মীরা। বাতিল হয় ছুটি।
সেইসময় দিনে ১৪ ঘণ্টা করেও কাজ করেন ব্যাঙ্ক কর্মীরা। প্রায় তিন মাস ধরে চলে এই অবস্থা। কিন্তু অতিরিক্ত সময়ের সেই বকেয়া এখনও কোনও ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরোপুরি মেটায়নি বলে অভিযোগ কর্মীদের। অভিযোগ, প্রায় ৪ লাখ কর্মীর বেতন বকেয়া রয়েছে। বেতনক্রম অনুযায়ী বকেয়ার মোট মূল্য প্রায় কয়েক কোটি টাকা।
আরও পড়ুন, সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, আশঙ্কা মুদ্রাস্ফীতির