নোট বাতিলের জের, ব্যাঙ্কের ভাঁড়ারে ঢুকেছে কয়েক লক্ষ কোটি টাকা

নোট বাতিলের জের। ব্যাঙ্কের ভাঁড়ারে ঢুকেছে কয়েক লক্ষ কোটি টাকা। যার জেরে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিয়েছে প্রথমসারির রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি। কমবে ব্যাঙ্কঋণে সুদের হারও। বহু প্রচারেও যা করা যায়নি, নোট বাতিলে তাই এখন হচ্ছে অনায়াসে। মানুষ লাইন দিয়ে ব্যাঙ্কে নগদ জমা দিচ্ছেন। ব্যাঙ্কগুলির ভাণ্ডারও টইটম্বুর।অসমর্থিত সূত্রের খবর, বাতিল হওয়া ৫০০ ও ১০০ টাকার যা মোট মূল্য তার প্রায় ৬০% অর্থ বাজার থেকে ইতিমধ্যেই তুলে নিয়েছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি অর্থের জোগান বাড়ায় ব্যাঙ্কগুলি কমিয়েছে স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার। ১ কোটি টাকার নীচে ৭ থেকে ১৭৯ দিনের মেয়াদি আমানতে সুদের হার ৭.৫ শতাংশ থেকে ৭ শতাংশে নামিয়েছে SBI

Updated By: Nov 20, 2016, 10:12 PM IST
 নোট বাতিলের জের, ব্যাঙ্কের ভাঁড়ারে ঢুকেছে কয়েক লক্ষ কোটি টাকা

ওয়েব ডেস্ক: নোট বাতিলের জের। ব্যাঙ্কের ভাঁড়ারে ঢুকেছে কয়েক লক্ষ কোটি টাকা। যার জেরে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিয়েছে প্রথমসারির রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি। কমবে ব্যাঙ্কঋণে সুদের হারও। বহু প্রচারেও যা করা যায়নি, নোট বাতিলে তাই এখন হচ্ছে অনায়াসে। মানুষ লাইন দিয়ে ব্যাঙ্কে নগদ জমা দিচ্ছেন। ব্যাঙ্কগুলির ভাণ্ডারও টইটম্বুর।অসমর্থিত সূত্রের খবর, বাতিল হওয়া ৫০০ ও ১০০ টাকার যা মোট মূল্য তার প্রায় ৬০% অর্থ বাজার থেকে ইতিমধ্যেই তুলে নিয়েছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি অর্থের জোগান বাড়ায় ব্যাঙ্কগুলি কমিয়েছে স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার। ১ কোটি টাকার নীচে ৭ থেকে ১৭৯ দিনের মেয়াদি আমানতে সুদের হার ৭.৫ শতাংশ থেকে ৭ শতাংশে নামিয়েছে SBI

আরও পড়ুন নোট বাতিল ইস্যুতে কাল আরও উত্তপ্ত হতে চলেছে সংসদ!

১ কোটি টাকার ওপর ৭ থেকে ৬০ দিন পর্যন্ত মেয়াদি আমানতে সুদের হার ৬.৫ শতাংশ থেকে ৬.২৫ শতাংশে নামিয়েছে SBI ১ কোটি টাকার ওপর ৬১ থেকে ৩৬৪ দিন পর্যন্ত মেয়াদি আমানতে সুদের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৭৫ শতাংশ করেছে SBI। বেসরকারি ও অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও সুদের হারে কাটছাঁট করেছে। ৩৯০ দিন থেকে ২ বছর পর্যন্ত মেয়াদি আমানতে সুদের হার ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে ৭.১০ শতাংশ করেছে ICICI। ১ বছরের মেয়াদে  ১ থেকে ৫ কোটি টাকার আমানতে সুদের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৭৫ শতাংশ করেছে HDFC। ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের মেয়াদে ১ থেকে ৫ কোটি টাকার আমানতে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করেছে HDFC। যে কোনও মেয়াদের খুচরো আমানতে সুদের হার ০.০৫ শতাংশ কমিয়েছে কানাড়া ব্যাঙ্ক। যে কোনও মেয়াদের ভারী আমানতে সুদের হার কমেছে ০.২৫ শতাংশ। ১ কোটি টাকার নীচে ৪৬ দিন থেকে ১ বছরের মেয়াদি আমানতে সুদের হার ১ শতাংশ কমিয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । যদিও রিজার্ভ ব্যাঙ্ক নিজের আর্থিক নীতিতে এখনও কোনও বদল আনেনি। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ঋণ দেয় সেই রেপো রেট এখনও ৮%-এ অপরিবর্তিত। রিজার্ভ ব্যাঙ্কে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সঞ্চিত অর্থের নগদ জমা অনুপাত বা CRR ৪%-এ অপরিবর্তিত। তাহলে কেন সুদের হার কমিয়ে গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে? বাণিজ্যিক ব্যাঙ্কগুলি বলছে, মুদ্রাস্ফীতির সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতার সামঞ্জস্য রাখতেই সুদের হার বদলানো হয়েছে।

আরও পড়ুন  মোদীর সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কায় বেহাল বউবাজারের সোনাপট্টি

.