এবার থেকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে সব ব্যাঙ্ক
ব্যাঙ্ক কর্মচারীদের জন্য সুখবর। এবার থেকে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসে অতিরিক্ত এই দু'দিন ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।
ওয়েব ডেস্ক: ব্যাঙ্ক কর্মচারীদের জন্য সুখবর। এবার থেকে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসে অতিরিক্ত এই দু'দিন ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।
ব্যাঙ্ককর্মীদের সর্বভারতীয় সংগঠন এআইবিই-এর সচিবকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই এখবর জানিয়েছে। এখন সব ব্যাঙ্কেই শনিবার হাফছুটি চালু রয়েছে। দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ককর্মীরা মাসে বাড়তি ওই দু'দিন ছুটির দাবি করে আসছিলেন। অবশেষে সেই দাবি মেনে নিল সরকার। খবর জানিয়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সি এইচ ভেঙ্কটচলম জানান, "মাসের দুটি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ এসে গিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এতে ব্যাঙ্ককর্মীদের সুবিধা হবে এবং আশা করা যায় তাদের কাজের মান উন্নত করতে সাহায্য করবে।"