এলিয়েন নেমে এল? ‘আজব’ পেঁচা দেখে আতঙ্ক, ভাইরাল ভিডিও

ইউএফও-ও নয়, ভিন গ্রহের কোনও প্রাণীও নয় কিন্তু, তাও আতঙ্ক ছড়াল বিশাখাপত্তনমে। কেন জানেন? ভাইজাগের একটি জায়গায় দেখা মেলে লক্ষ্মী পেঁচার। আর ওই পেঁচা দেখেই স্থানীয়দের মধ্যে ছড়ায় আতঙ্ক। 

Updated By: Nov 21, 2017, 04:41 PM IST
এলিয়েন নেমে এল? ‘আজব’ পেঁচা দেখে আতঙ্ক, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি : ইউএফও-ও নয়, ভিন গ্রহের কোনও প্রাণীও নয় কিন্তু, তাও আতঙ্ক ছড়াল বিশাখাপত্তনমে। কেন জানেন? ভাইজাগের একটি জায়গায় দেখা মেলে লক্ষ্মী পেঁচার। আর ওই পেঁচা দেখেই স্থানীয়দের মধ্যে ছড়ায় আতঙ্ক। 

আরও পড়ুন : মানুষের উপর দিয়ে চলে গেল ট্রেন, তারপর যা হল তাতে আঁতকে উঠবেন 

স্থানীয়দের একংশের দাবি, ‘আজব’ দেখতে সাদা রঙের ওই পাখি দু’টি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। ভিনগ্রহী প্রাণী এসেছে বলে খবর চাউর হয়। পেঁচা দু’টিকে দেখতে লাইন পড়ে যায়। সাদা রঙের ওই পাখি দু’টিকে দেখে শিশুরা রীতিমতো শিউরে উঠেছে বলে অনেকে দাবি করছেন। 

প্রায় গোটা ভারতে লক্ষ্মী পেঁচার দেখা মেলে। বিশেষ করে মধ্য ভারতের বিভিন্ন জায়গায়। তবে কোনও কারণে পেঁচা দু’টির গায়ে পালক কম থাকায় অতঙ্ক ছড়িয়েছে বলে মনে করছে স্থানীয় বনদফতর।

দেখুন ভিডিও..

.