মানুষের উপর দিয়ে চলে গেল ট্রেন, তারপর যা হল তাতে আঁতকে উঠবেন
জীবন্ত মানুষের উপর দিয়ে চলে গেল ট্রেন। সবাই যখন নৃশংস কিছু দেখার ভয়ে চোখ বুজে ফেলেছেন তখনই অক্ষত অবস্থায় উঠে দাঁড়িয়ে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে লাগলেন ওই ব্যক্তি। যা দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে উপস্থিত জনতার।
![মানুষের উপর দিয়ে চলে গেল ট্রেন, তারপর যা হল তাতে আঁতকে উঠবেন মানুষের উপর দিয়ে চলে গেল ট্রেন, তারপর যা হল তাতে আঁতকে উঠবেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/21/99671-train-fi.jpg)
নিজস্ব প্রতিনিধি : জীবন্ত মানুষের উপর দিয়ে চলে গেল ট্রেন। সবাই যখন নৃশংস কিছু দেখার ভয়ে চোখ বুজে ফেলেছেন তখনই অক্ষত অবস্থায় উঠে দাঁড়িয়ে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে লাগলেন ওই ব্যক্তি। যা দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে উপস্থিত জনতার।
আরও পড়ুন : প্রকাশ্যে কাঁদলেন রাই, ১০০ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন ঐশ্বর্য
ঘটনাস্থল উত্তরপ্রদেশ। সেখানেই সম্প্রতি ধরা পড়েছে এক অদ্ভূত ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, রেল লাইনের উপর শুয়ে রয়েছেন এক ব্যক্তি। আচমকাই তাঁর উপর দিয়ে মালগাড়ি চলে যায়। কিন্তু, মালগাড়ি চলে যাওয়ার পরও অক্ষত অবস্থায় উঠে দাঁড়ান তিনি। এবং, সেখান থেকে হেঁটে অন্যত্র চলে যান।
গত ১৫ নভেম্বরের ওই ভিডিও যখন প্রকাশ্যে আসে, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। শরীরের উপর দিয়ে মালগাড়ি যাওয়ার পরও কীভাবে অক্ষত থাকলেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা ছড়িয়েছে।
দেখুন সেই ভিডিও..