কর ফাঁকির অভিযোগ বিসিবিআই কর্তার বিরুদ্ধে

কর ফাঁকি দিয়ে বিদেশি গাড়ির অভিযোগে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসন। গতকাল চেন্নাইয়ে অভিযান চালিয়ে সিবিআই শ্রীনিবাসনের এগারোটি বিদেশি গাড়ি আটক করেছে। অভিযোগ, এই ১১টি বিদেশি গাড়ি কেনার ক্ষেত্রেই বিসিসিআই প্রধান কর ফাঁকি দিয়েছেন।

Updated By: Mar 23, 2013, 10:44 AM IST

কর ফাঁকি দিয়ে বিদেশি গাড়ির অভিযোগে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসন।
গতকাল চেন্নাইয়ে অভিযান চালিয়ে সিবিআই শ্রীনিবাসনের এগারোটি বিদেশি গাড়ি আটক করেছে। অভিযোগ, এই ১১টি বিদেশি গাড়ি কেনার ক্ষেত্রেই বিসিসিআই প্রধান কর ফাঁকি দিয়েছেন।
গতকালের অভিযানে সিবিআই আরও ১৬টি বিলাসবহুল গাড়ি আটক করেছে। অভিযোগ, হায়দরাবাদের এক ব্যবসায়ী শুল্ক আইন লঙ্ঘন করে ওই ১৬টি গাড়ি আমদানি করেছিলেন। পরে সেই গাড়িগুলি একাধিক প্রভাবশালী ব্যক্তিকে বিক্রি করা হয়।
যদিও ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের নামে নথিভুক্ত গাড়ির এখনও হদিশ মেলেনি। ডিএমকে কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহারের পরই এম কে স্ট্যালিনের বাড়িতে সিবিআই হানা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে।

.