নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত রাজ্য, যোগ দিলেন না মুখ্যসচিবও

 প্রথম থেকেই যোজনা কমিশন ভেঙে নীতি আয়োগ তৈরির বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী।

Reported By: সুতপা সেন | Updated By: Feb 20, 2021, 01:51 PM IST
নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত রাজ্য, যোগ দিলেন না মুখ্যসচিবও

নিজস্ব প্রতিবেদন : নীতি আয়োগের বৈঠকে রাজ্যের তরফে উপস্থিত থাকলেন না কেউ-ই। শুক্রবারই জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বৈঠতে থাকবেন না। তাঁর বদলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায় থাকবেন। কিন্তু আজ নবান্নের তরফে কেউ-ই উপস্থিত থাকলেন না।

প্রসঙ্গত, প্রথম থেকেই যোজনা কমিশন ভেঙে নীতি আয়োগ তৈরির বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী। নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও বলেন, 'যোজনা কমিশন রেখেও নীতি আয়োগ তৈরি করা যেত'। নীতি আয়োগ তৈরি হওয়ার পর প্রতি বছর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী (PM Modi)।  কোভিডের কারণে গত বছর এই বৈঠক হয়নি। 

এক বছর পর আজ ফের সেই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদী। তবে সেই বৈঠকে যোগ দিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও যোগ দেননি আজকের বৈঠকে। উল্লেখ্য, এর আগেও নীতি আয়োগের বৈঠক এড়িয়েছিলেন মমতা।

আরও পড়ুন, মঙ্গলবার থেকেই দক্ষিণেশ্বর মেট্রোর যাত্রী পরিষেবা শুরু, দৈনিক কতগুলি ট্রেন জেনে নিন

.