ভিলাই স্টিল প্লান্টে বিষাক্ত মিথেন গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
বিষাক্ত গ্যাস লিক করে ছত্তিসগড়ের ভিলাই স্টিল প্ল্যান্টে মৃত্যু হল ৬ জনের। অসুস্থ হয়ে পড়েন প্রায় ৪০ জন। স্টিল প্লান্টের বেসমেন্টের ওয়াটার প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।
বিষাক্ত গ্যাস লিক করে ছত্তিসগড়ের ভিলাই স্টিল প্ল্যান্টে মৃত্যু হল ৬ জনের। অসুস্থ হয়ে পড়েন প্রায় ৪০ জন। স্টিল প্লান্টের বেসমেন্টের ওয়াটার প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।
ঘড়ির কাটা তখন সন্ধে ছটা পেরিয়েছে। হঠাতই বিকল হয়ে পড়ে ভিলাই ইস্পাত কারখানার দুনম্বর পাম্পহাউস। এর জেরে বেসমেন্টে ব্লাস্ট ফারনেসের গ্যাস ক্লিনিং প্ল্যান্টগুলিতে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরেই গ্যাস লিক করতে শুরু করে। বেরিয়ে আসে প্রাণঘাতী মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাস। ঘটনাস্থলের আশপাশে যারা কাজ করছিলেন অসুস্থ হয়ে পড়েন সেই সব কর্মীরা। উদ্ধারকাজে নামানো হয় টাস্কফোর্স। অসুস্থদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় এগারোজনকে ভর্তি করা হয় আইসিইউতে। তাদের মধ্যে পাচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ডেপুটি জেনারেল ম্যানেজার পদমর্যাদার কর্মী। বেসমেন্টের ওয়াটার প্ল্যান্টে জলে ডুবে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের।
মৃতদের পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ভিলাই স্টিল প্লান্ট কর্তৃপক্ষ। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল তা পূর্ণাঙ্গ তদন্তের পরেই জানা যাবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।