নীতীশ নাকি মহাজোট; চলছে ভোটগ্রহণ; প্রথম ৬ ঘণ্টায় ভোট পড়ল ৩৩.১০ শতাংশ, এগিয়ে ভাগলপুর
ভোটগ্রহণের মধ্য়ে মুঙ্গেরে দুর্গাপুজোর ভাসানে এক যুবকের মৃত্যু নিয়ে নীতীশের বিরুদ্ধে সরব হন চিরাগ পাসোয়ান
নিজস্ব প্রতিবেদন: ফের নীতীশ কুমার নাকি ক্ষমতায় মহাজোট! বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ।
রাজ্যে ২৪৩ আসনের বিধানসভায় ৭১ আসনে প্রথম দফায় ভোট হচ্ছে। লড়াইয়ের ময়দানে রয়েছেন রাজ্যে ৬ মন্ত্রী।
দুপর একটা পর্যন্ত অর্থাত্ প্রথম ৬ ঘণ্টায় রাজ্যে ভোট পড়ল ৩৩.১০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ছে ভাগলপুরে। সেখানে ভোটের হার ৩৪.৩৪ শতাংশ। এর পেছনেই রয়েছে বাঁকা। সেখানে ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.১৪ শতাংশ।
বেলা ১২টা পর্যন্ত লক্ষ্মীসরাইয়ে ভোট পড়ে ২৬.৭৬ শতাংশ। নওয়াদায় ২৩.৪২ শতাংশ।
এদিকে, ভোটগ্রহণের মধ্য়ে মুঙ্গেরে দুর্গাপুজোর ভাসানে এক যুবকের মৃত্যু নিয়ে নীতীশের বিরুদ্ধে সরব হন চিরাগ পাসোয়ান। তিনি নীতীশকে জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করেন।
এনিয়ে সরহ হয়েছেন তেজস্বী যাদবও। আরজেডি নেতাও প্রায় একই কথা বলেছেন। তিনি বলেন, নীতীশ কুমারকে ডায়ার হতে কে বলেছে।