বিহারের এই আসনে মাত্র ১২ ভোটে জিতলেন নীতীশের প্রার্থী

ভোট শতাংশের বিচারে আরজেডি সবচেয়ে বেশি ২৩.১ শতাংশ ভোট পেয়েছে

Updated By: Nov 11, 2020, 12:27 PM IST
বিহারের এই আসনে মাত্র ১২ ভোটে জিতলেন নীতীশের প্রার্থী

নিজস্ব প্রতিবেদন: বিহার বিধানসভা নির্বাচনে ১২৫ আসন পেয়ে এনডিএ ক্ষমতায় ফিরলেও বহু আসনে বিজেপি ও জেডিইউয়ের বিরোধীদের ভোটের ব্যবধান খুবই কম।  এটা অবশ্য বিরোধী দলগুলির ক্ষেত্রেও সত্যি।  তবে হিলসা বিধানসভার ফলাফল চমকপ্রদ। ওই আসনে নীতীশ কুমারের জেডিইউ-এর প্রার্থী জিতেছেন মাত্র ১২ ভোটে।

আরও পড়ুন-এই দীপাবলিতে শুধু চুমু খান আর আলো জ্বালান সম্পর্কে

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, হিলসা আসনে জেডিইউয়ের কৃষ্ণকুমারী শারন পেয়েছেন ৬১,৮৪৮ ভোট। অন্যদিকে, বিরোধী আরজেডির শক্তি সিং পেয়েছেন ৬১,৮৩৬ ভোট। কমিশনের ফলাফলের তালিকায় রেজাল্ট ডিক্লেয়ার্ড বলে দেখানো হয়েছে। মার্জিনের কলামে রয়েছে ১২। প্রসঙ্গত, হিলসা আসনের ফলপ্রকাশ করতে দেরি হওয়ায় গোলমাল করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিল আরজেডি।

আরজেডির তরফে দাবি করা হয়েছে, আরজেডি প্রার্থী শক্তি সিংকে ৫৪৭ ভোটে জয়ী বলে ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার। তাঁকে সার্টিফিকেট নেওয়ার জন্যও অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের ঘোষণা করা হয়ে, শক্তি সিং হেরে গিয়েছেন ১২ ভোটে।

উল্লেখ্য, আজ ভোরে বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এনডিএ জিতেছে ১২৫ আসনে। ম্যাজিক ফিগার ১২২। এনডিএ-র মধ্যে বিজেপি ৭৪ আসনে জয়ী হয়েছে। জেডিইউ ৪৩, ভিআইপি ও এইচএএম চারটি করে আসনে জিতেছে। মহাজোটের মধ্যে আরজেডি ৭৫, কংগ্রেস ১৯, বামেরা ১৬টি আসন পেয়েছে।

আরও পড়ুন-শিয়ালদহ স্টেশনে খারাপ টিকিটের মেশিন, হুড়োহুড়ির ট্রেন যাত্রায় লাটে দূরত্ববিধি

ভোট শতাংশের বিচারে আরজেডি সবচেয়ে বেশি ২৩.১ শতাংশ ভোট পেয়েছে। কংগ্রেসের পেয়েছে ৯.৪৮ শতাংশ, বাম দলগুলি ১.৪৮। এনডিএ-এর মধ্যে বিজেপি ১৯.৪৬ শতাংশ, জেডিইউ ১৫.৩৮ শতাংশ ভোট পেয়েছে। অন্যান্যদের মধ্যে এলজেপি ১, এআইএমআইএম ৫, বিএসপি ১,  ও নির্দল এক আসনে জয়ী হয়েছে।

.